সদরউদ্দিন এবং উত্তরণ বিদ্যানিকেতনে লোকজ সাংস্কৃতিক সংগঠনের কর্মশালা অনুষ্ঠিত।

“আরে মোদের আছে ভাটিয়ালী জারী সারি গান
ময়মনসিংহের গীতিকা আর বেহুলার সাম্পান “।।

গত ১৮/৪/১৮ ইং তারিখ রোজ বুধবার কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার উদ্দেশ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যাত্রা শুরু করেন প্রান্তিক মানুষের সংস্কৃতি,জীবনধারণের বিভিন্ন দিক তুলে ধরতে প্রচেষ্টারত “লোকজ সাংস্কৃতিক সংগঠন “এর বিশ্ববিদ্যালয় শাখার প্রধান দায়িত্বশীলগণ, যাদের মধ্যে অন্যতম হলেন সংগঠনটির সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আব্দুল্লাহ আল মারুফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সধারণ সম্পাদক Raihan Sumon, কুতুবদিয়া উপজেলা শাখার প্রধান সমন্বয়ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের মেধাবী ছাত্র Md Jobayer Hossain সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের মেধাবী ছাত্র জনাব KM Rahsel, সংগঠনের নিবেদিত প্রাণ সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের মেধাবী ছাত্র জনাব Shamim Rana। উদ্দেশ্য কুতুবদিয়া উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের অসংখ্য মেধাবী পরিশ্রমী ছাত্রছাত্রীর মধ্যে লোকজ সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা ও তার বিকাশ ঘটানো, শুদ্ধ উচ্চারণ, আবৃত্তির বিভিন্ন দিক, গল্প বলার বিভিন্ন ধরণ, পাঠ্যবইয়ের বিভিন্ন নাটিকা ও ছোট গল্প গুলোকে মঞ্চায়ন করতে সচেষ্ট হওয়ার মধ্য দিয়ে নিজেদের দক্ষতা বৃদ্ধিতে প্রচেষ্টা চালানোর সাথে সাথে নৈতিক ও সাংস্কৃতিক মানের ইতিবাচক উন্নতি সাধনে কাজ করা।

১৯ তারিখ সংগঠন তাদের কর্মকান্ড পরিচালনা করে কুতুবদিয়া উপজেলার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ধূরুং উচ্চবিদ্যালয়ের মাঠে, সেই স্কুলের উদ্দোমী কিছু সংস্কৃতিমনা ছাত্রছাত্রীদের কে সাথে নিয়ে। হাস্যরস পূর্ণ সেই ক্লাসগুলো যেন প্রত্যেকের হৃদয়েই খুশির দোলা দিয়ে যাচ্ছিলো।

২০তারিখ শুক্রবার সারাদিন সংগঠন তাদের কুতুবদিয়া উপজেলার দায়িত্বশীলদের সাথে নিয়ে সাংগঠনিক প্রোগ্রাম পরিচালনা করে, যেখানে উপস্থিত ছিলেন কুতুবদিয়া কলেজ ও স্কুলের বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনকারী সক্রিয় দায়িত্ববান সংস্কৃতি কর্মীগণ, যাদের মধ্যে অন্যতম ছিলেন, অর্জন, সালমান, রুহী, মাহি, এনামুল, কুতুবদিয়া কলেজের মেধাবী ছাত্র হীরু সহ আরো অনেকে।

২১ তারিখ সকালবেলা লোকজ সাংস্কৃতিক সংগঠন তাদের ক্লাস পরিচালনা করে সমুদ্রের পাড় ঘেষা অনাবিল প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত বিদ্যালয় সতরুদ্দীন উচ্চ বিদ্যালয়।সংগঠন বিদ্যালয়ে তাদের নিয়মিত কর্মকান্ড পরিচালনা করার পর যাত্রা শুরু করে গ্রামীণ সৌন্দর্যের ছোঁয়া পরিবেষ্টিত প্রতিষ্ঠান ” উত্তরণ বিদ্যানিকেতন “এ। যেখানে তাদের আগমনের সংবাদে অপেক্ষমান এ প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সাথে ক্লাসের আনন্দগুলো ভাগাভাগি করে নেয় সংগঠন।লোকজ সাংস্কৃতিক সংগঠন এখানে ১ ঘন্টা সময় অতিবাহিত করার পর ছুটে যায় কুতুবদিয়া সরকারী বালিকা উচ্চবিদ্যালয়ে ক্লাস পরিচালনার উদ্দেশ্যে। সংগঠন সেখানে নিয়মিত কর্মকান্ড পরিচালনা করে তাদের দুপুরবেলার খাবার গ্রহণের আগ পর্যন্ত।

সতরুদ্দিন হাই স্কুলের প্রধান শিক্ষক শুকুর আলম আযাদ স্যার,ধূরুং হাই স্কুলেরর সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোর্শেদুল আলম স্যার, উত্তরণ বিদ্যানিকেতনের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আহমেদ স্যার,সরকারী বলিকা উচ্চ বিদ্যালয়ের নিষ্ঠাবান শিক্ষক জনাব সজল দাশ স্যার সহ প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক, লোকজ সাংস্কৃতিক সংগঠন কুতুবদিয়া শাখার সকল দায়িত্বশীলগণ, এবং সকল প্রতিষ্ঠানের অসংখ্য আন্তরিক, পরিশ্রমী, কোমলমতি ছাত্রছাত্রীর সংগঠন বারবার কৃতজ্ঞতা জানাচ্ছে এবং গভীর শ্রদ্ধার সাথে সংগঠন যাকে স্বরণ করছে তিনি হলেন কুতুবদিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নাম, কুতুবদিয়াকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার স্বপ্নদ্রষ্টা,কুতুবদিয়া উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার, লোকজ সাংস্কৃতিক সংগঠন কুতুবদিয়া উপজেলা শাখার সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব Sujan Chowdhury স্যার কে। মূলত সকলের আন্তরিক প্রচেষ্টার কারণেই আজকে লোকজ সাংস্কৃতিক সংগঠন ইতিবাচক কিছু কাজ করার সুযোগ অর্জন করছে।

সংগঠন স্বপ্ন দেখে সমস্ত অপসংস্কৃতির বিরুদ্ধে, বিজাতীয় সংস্কৃতির বিভিন্ন নেতিবাচকতার বিপরীতে এদেশের নিজস্ব দেশীয় জীবনাচরণের সঠিক দিকগুলোকে ঠিকভাবে তুলে ধরার মধ্য দিয়ে, গ্রামীণ, লোকজ ঐতিহ্য ও সংস্কৃতির প্রকৃত রস আস্বাদনের মাধ্যমে, দেশের হারিয়ে যাওয়া লোকজ সংস্কৃতির বিভিন্ন আঙ্গিক কে সঠিক ভাবে খুঁজে বের করে সেগুলোকে নিয়মিত চর্চার মাধ্যমে সুস্থ, সুন্দর, রুচিশীল সাংস্কৃতিক পরিবেশ তৈরীর মধ্য দিয়ে একটি সুন্দর সমাজ ব্যবস্থার বিনির্মাণ করার।
এই স্বপ্ন পূরণের লক্ষেই তাদের এই নিরন্তর ছুটে চলা। ছুটে চলা এক সুন্দর পৃথিবী নির্মাণে অংশগ্রহণের প্রত্যয়ে।

লেখকঃ-
আব্দুল্লাহ আল মারুফ
(প্রতিষ্ঠাতা সভাপতি, লোকজ সাংস্কৃতিক সংগঠন)

Facebook Comments