বিশিষ্ট সংগঠক বিপ্লবী, সাহিত্যিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব সত্যেন সেনের জন্মবার্ষিকী আজ

 

বাংলাদেশের অন্যতম প্রধান সাংস্কৃতিক সংগঠন উদীচীর প্রতিষ্ঠাতা ছিলেন সত্যেন সেন। তিনি একাধারে বিপ্লবী, সাহিত্যিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি সাংবাদিকতার সাথেও যুক্ত ছিলেন। তিনি দৈনিক সংবাদ পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন দীর্ঘদিন।

 

সত্যেন সেনের জন্ম উনিশশো সাত সালের আজকের এই দিনটিতে অর্থাৎ আঠাশে মার্চে, জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার সোনারং গ্রামে।

 

তিনি যখন অষ্টম শ্রেণির ছাত্র, তখন এক বিপ্লবীর সাথে তাঁর পরিচয় ঘটে। তাঁর নাম মাহাংগু বানিয়া বাউ। এঁর কাছেই সত্যেন দেশপ্রেম, স্বাধীনতা ও সংস্কৃতির সংস্কৃতি সম্পর্কে শিক্ষা গ্রহণ করেন।

 

শৈশবের সেই গুরুকে সত্যেন কথা দিয়েছিলেন বড় হয়ে দেশের কাজ করবেন। সত্যেন অক্ষরে অক্ষরে তা পালন করেছেন। বি এ পরীক্ষার পরই সত্যেন সেন উনিশশো একত্রিশ সালে গ্রেফতার হন। আলিপুর ও বহরমপুর জেলে তিনি কারাবাস করেন।

জেলে থেকেই তিনি উনিশশো তেত্রিশ সালে এম এ পাস করেন। প্রথম পর্যায়ে সত্যেন সেন পাঁচ বছর জেলে ছিলেন। জেল থেকে মুক্তি পেয়ে সত্যেন সেন সোজা চলে আসেন নিজ গ্রাম মুন্সিগঞ্জের সোনারং গ্রামে। গড়ে তোলেন কৃষি আন্দোলন।

 

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় তিনি অনেক গান ও কবিতা রচনা করেন। সে সকল কবিতা ও গান তাঁকে সাহিত্যিক হিসেবে পরিচিতি দেয়।

 

উনিশশো সাতচল্লিশ সালে ভারত-পাকিস্তান দেশভাগের পর বাংলাদেশের অনেক হিন্দু ভারতে চলে যায়। কিন্তু সত্যেন সেন যাননি।

 

কৃষক আন্দোলনের জন্য উনিশশো উনপঞ্চাশ সালে ঢাকার বনগ্রামের বাসা হতে আবার গ্রেফতার হলেন সত্যেন সেন। ছাড়া পেলেন উনিশশো তিপান্ন সালে।

 

তিনি আটক ছিলেন ঢাকা ও রাজশাহী কারাগারে। তিনি কারাগারে একাধারে চল্লিশ দিন অনশন করেন। ব্রিটিশ ও পাক শাসনকালে সত্যেন সেনকে চৌদ্দ বছর কারাভোগ ও নির্যাতন সহ্য করতে হয়।

 

দীর্ঘ কারাভোগ ও নির্যাতনে সত্যেন সেনের স্বাস্থ্য ভেঙে যায়। কিন্তু তাতে তাঁর সাহিত্য সাধনা থেমে যায়নি। তিনি অসংখ্য গ্রন্থ রচনা করেছেন।

 

সত্যেনের বিখ্যাত কয়েকটি গ্রন্থ হল পদচিহ্ন, মহাবিদ্রোহের কাহিনী, উত্তরণ, সেয়ানা রুদ্ধদ্বার, মুক্তপ্রাণ,অভিযাত্রী গ্রাম বাংলার পথে পথে, পাপের সন্তান, অপরাজেয়,আলবেরুনী,ভোরের বিহঙ্গী, অভিশপ্ত নগরী ইত্যাদি।

 

সত্যেন সেন সাহিত্যের স্বীকৃতি হিসেবে উনিশশো ছিয়াশি সালে মরণোত্তর একুশে পদক লাভ করেন। এছাড়া পাপের সন্তান গ্রন্থের জন্য তিনি উনিশশো উনসত্তর সালে আদমজি সাহিত্য পুরস্কার অর্জন করেন।

 

সত্যেন সেন উনিশশো একাশি সালের পাঁচই জানুয়ারি শান্তিনিকেতনে বোনের বাড়িতে মৃত্যুবরণ করেন।

 

আজ গুণী এই মানুষটির জন্মবার্ষিকী। লোকজ সাংস্কৃতিক সংগঠনের সকল সদস্য দায়িত্বশীল এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দের পক্ষ থেকে তাঁকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং অজস্র ভালোবাসা।

তারিখ:- ২৮/০৩/২০২১ ইংরেজি

Facebook Comments