শহীদ সাবের ছিলেন একজন কথাশিল্পী, সাংবাদিক এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত বুদ্ধিজীবী।
উনিশশো ত্রিশ সালের আজকের এই দিনটিতে অর্থাৎ আঠারোই ডিসেম্বর কক্সবাজার জেলায় তিনি জন্মগ্রহণ করেছিলেন।
তিনি তাঁর জীবন ও সংগ্রামের ওপর ‘আরেক দুনিয়া থেকে’ লেখাটি তাঁকে লেখক হিসেবে খ্যাতির শীর্ষে নিয়ে যায়।
উনিশশো পঞ্চান্ন সালে প্রকাশিত গল্পগ্রন্থ এক টুকরো মেঘ, উনিশশো আটান্ন সালে প্রকাশিত কিশোর সাহিত্য ক্ষুদে গোয়েন্দার কাহিনী বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ।
তাঁর লেখার ক্ষমতা, বাগ্মিতা, সাংগঠনিক ক্ষমতা, রাজনৈতিক সচেতনতা তাঁকে জনপ্রিয় করে তোলে বন্ধু মহলে। জীবনে অনেক অস্থিরতা, অসুস্থতা আর পাগলামির মধ্যদিয়েও তিনি রচনা করে গেছেন সাহিত্য।
বাংলা সাহিত্যে অবদানের জন্য স্বীকৃতিস্বরূপ তিনি উনিশশো বাহাত্তর সালে মরণোত্তর বাংলা একাডেমি পুরষ্কার অর্জন করেন।
এ ছাড়া জাতীয় প্রেস ক্লাব এবং পিআইবিতে যে তের জন শহীদ সাংবাদিকের স্মৃতিফলক লাগানো আছে সেখানে শহীদ সাবেরের নামও রয়েছে।
তাছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালায় শহীদ সাবেরের বেশ কিছু নিদর্শন রয়েছে।
উনিশশো একাত্তর সালের একত্রিশে মার্চ দখলদার পাকিস্তানি সেনাবাহিনী আগুন লাগিয়ে দেয় দৈনিক সংবাদ পত্রিকার কার্যালয়ে, আর সেই আগুনে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান সংবাদ অফিসে ঘুমন্ত জীবনবাদী লেখক শহীদ সাবের।
আজ তার জন্মবার্ষিকীতে লোকজ সাংস্কৃতিক সংগঠনের সকল সদস্য, দায়িত্বশীল এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দের পক্ষ থেকে জানাচ্ছি অজস্র ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা।
তারিখঃ- ১৮/১২/২০২১ ইং।