২০২০ সালের ১ম মাস জানুয়ারী। বেশ কর্মব্যস্ত কিছুদিন উদযাপনের মধ্য দিয়ে লোকজ সাংস্কৃতিক সংগঠন বরণ করে নিলো বছরের প্রথম মাসটিকে। প্রচন্ড শীতের দাপটে যেখানে ঘর থেকে বের হওয়াও যথেষ্ট কষ্টসাধ্য সেখানে লোকজ সাংস্কৃতিক সংগঠনের দায়িত্বশীল এবং কর্মীরা তাদের প্রাণান্তকর প্রচেষ্টার দ্বারা সংগঠনের গতিশীলতা বজায় রেখে চলেছে নিরন্তর।।
পহেলা জানুয়ারী ২০২০। বছরের প্রথমদিনটিতেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঘোষণা করে তাদের পূর্ণাঙ্গ কমিটি যেখানে সংগঠনের সভাপতি হিসেবে নির্বাচিত হন বাংলাদেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সন্মানিত ডিরেক্টর স্যার Pranab Mitra Chowdhury.
এছাড়াও এইদিন সংগঠন দেখা পায় তার একরাশ নতুন দায়িত্বশীলবৃন্দের যাদেরকে সঙ্গে নিয়ে সংগঠন কাটাবে তার পুরো একটি বছর।।
নাট্যকলা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আয়োজিত ৩ দিন ব্যাপী নাট্যোৎসবের দ্বিতীয় দিনটিতে সংগঠন পরিবেশন করে মনোমুগ্ধকর গম্ভীরা। মুহুর্মুহু করতালিতে দর্শকযখন অভিবাদন জানাচ্ছিলেন সংগঠনের সদস্যদের তখন সেটা যেন তাদের ভেতরে তৈরী করছি সঠিকভাবে ভাবে দায়িত্ব পালনের নিরন্তর স্পৃহা।
২৬শে জানুয়ারী ২০২০। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের অন্যতম প্রধান সংগঠন দিনব্যাপী পিঠা উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান মাতিয়ে রাখে তাদের প্রাণান্তকর পরিবেশনা দিয়ে।
সংগঠনের সদস্যরা এই দিনে পরিবেশন করে লোকনৃত্য, বন্দনা সংগীত এবং গম্ভীরা নাট্য “লোক সংস্কৃতির বর্তমান অবস্থা” যে নাটকটির রচনায় ছিলেন লোকজ সাংস্কৃতিক সংগঠন এর সন্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমান কেন্দ্রীয় সভাপতি জনাব আব্দুল্লাহ আল মারুফ।।।
তাছাড়া সারাদিনের পিঠা উৎসবের অানন্দ তো ছিলোই প্রতিমুহূর্তে সকলের চোখে মুখে।।
সবমিলিয়ে একটা সুন্দর কর্মব্যস্ত মাস অতিক্রম করতে পেরে সংগঠন শুকরিয়া জ্ঞাপন করছে মহান সৃষ্টিকর্তা এবং লোকজ সাংস্কৃতিক সংগঠনের সকল স্তরের শুভাকাঙ্ক্ষী সকলের নিকট। আসলে সকলের ঐকান্তিক প্রচেষ্টার ফলেই সফলতার একটি মাস উদযাপন করতে পারলো গ্রাম বাংলার লোক সংস্কৃতির প্রতিনিধিত্বকারী এই সংগঠনটি।।
লেখকঃ-
আব্দুল্লাহ আল মারুফ
(প্রতিষ্ঠাতা সভাপতি, লোকজ সাংস্কৃতিক সংগঠন)