মাত্র একুশ বছর পনেরো দিন তিনি ছিলেন এই পৃথিবীর বুকে। তিনি সোমেন চন্দ। জানা-অজানার মাঝে একটি অনন্য নাম।
তরুণের প্রেরণা, গল্পকার, সাহিত্যিক কিংবা বিপ্লবী যে নামেই তাঁকে ডাকা হোক না কেন, খুব অল্প বয়সের সকল কিশোর ও তরুণের জন্য তিনি আদর্শ। তাঁর জন্ম উনিশশো বিশ সালের চব্বিশে মে নরসিংদি জেলার আশুলিয়া গ্রামে, তাঁর মামার বাড়িতে।
আর মারা যান উনিশশো বিয়াল্লিশ সালের আজকের এই দিনে অর্থাৎ ৮ই মার্চ রাজনৈতিক প্রতিপক্ষের নির্মম ছুরিকাঘাতে।
উনিশশো ছত্রিশ সালে তিনি পগোজ স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষার উত্তীর্ণ হন। বই খোঁজার আগ্রহ থেকেই শিশুকাল থেকে সোমেন চন্দ পাঠাগারমুখী হন। ঢাকার জোড়পুল লেনের প্রগতি পাঠাগার ছিল সাম্যবাদে বিশ্বাসী মানুষদের পরিচালিত। পাঠাগারে পড়তে পড়তে সোমেন বাংলা সাহিত্যে আগ্রহী হয়ে ওঠেন এবং কার্ল মার্ক্সের তত্ত্বে অনুরক্ত হয়ে পড়েন।
উনিশশো সাঁইত্রিশ সালে তিনি প্রগতি পাঠাগারের কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েন। তিনি ওই সময়েই মিডফোরড হাসপাতালে ডাক্তারি পড়ার জন্য ভর্তি হন।স্কুল জীবন থেকেই গল্প লিখতেন সোমেন। তখন তাঁর প্রকাশিত লেখা বা নতুন লেখার কথা পরিবারের কেউ জানতেন না।
উনিশশো সাঁইত্রিশ সালে সতেরো বছর বয়সে প্রকাশ পায় সোমেনের প্রথম গল্প ‘শিশু তপন’ সাপ্তাহিক দেশ পত্রিকায়। এর পর আরও উল্লেখযোগ্য কিছু লেখা বিভিন্ন পত্রপত্রিকায় ওই বছরেই প্রকাশিত হয়।
এই সতেরো বছরেই বাংলাদেশে বন্যার যে প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ভোগ, তা নিয়ে সম্ভবত বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস ‘বন্যা’ লেখেন সোমেন। তাঁর প্রথম উপন্যাস প্রকাশিত হয় নবশক্তি পত্রিকায়।
তিনি প্রগতি লেখক সংঘে যোগদান করেন এবং মার্ক্সবাদী রাজনীতি ও সাহিত্য আন্দোলনের সাথে যুক্ত হয়ে যান। তিনি বাংলা সাহিত্যে প্রথম গণসাহিত্যের উপর কাজ করেন।
উনিশশো একচল্লিশ সালে সোমেন চন্দ প্রগতি লেখক সংঘের সম্পাদক নির্বাচিত হন। প্রচণ্ড মেধাবী সোমেন চন্দের লেখা সাধারণত প্রগতি লেখক সংঘের সাপ্তাহিক বা পাক্ষিক সভাসমূহতে পাঠ করা হত। উনিশশো চল্লিশ সালে তাঁর “বনস্পতি” গল্পটি “ক্রান্তি” পত্রিকায় ছাপা হয়।উনিশশো একচল্লিশ সালের দাঙ্গাকে কেন্দ্র করে সোমেন গল্প লেখেন “দাঙ্গা”। তাঁর মৃত্যুর পর তাঁর বিভিন্ন গল্প সংকলন ছাপা হয়।
উনিশশো তিয়াত্তর সালে রণেশ দাশগুপ্ত তাঁর গল্পসমূহের একটি সঙ্কলন সম্পাদনা করেন। তাঁর “ইঁদুর” গল্পটি বিভিন্ন ভাষায় অনুদিত হয়। সোমেন চন্দ পুরস্কারের প্রবর্তন করে কলকাতার বাংলা অ্যাকাডেমি।
উনিশশো বিয়াল্লিশ সালের আজকের এই দিনে অর্থাৎ ৮ই মার্চ ঢাকায় ফ্যাসিবাদ বিরোধী একটি সম্মেলনে অংশ নিয়ে তিনি আততায়ীর হামলায় নিহত হন। তিনিই বাংলার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রথম শহিদ। তাঁর অনবদ্য সাহিত্য সৃষ্টির মধ্যে রয়েছে শিশু তপন, ইঁদুর, সংকেত, বনস্পতি, দাঙ্গা, সত্যবতীর বিদায়, ভালো না লাগার শেষ, উৎসব, মুখোশ ইত্যাদি গল্প।
এ পর্যন্ত তাঁর একটি উপন্যাস, আঠাশটি গল্প, তিনটি কবিতা, দুইটি নাটক সহ তাঁর লেখা চিঠির সংকলনও প্রকাশিত হয়েছে।
লোকজ সাংস্কৃতিক সংগঠন এর সকল সদস্য দায়িত্বশীল এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দের পক্ষ থেকে প্রতিবাদী এই তরুণ লেখকের মৃত্যুবার্ষিকীতে জানাই বিনম্র শ্রদ্ধা এবং অজস্র ভালোবাসা।
তারিখ:- ০৮/০৩/২০২১ ইংরেজি