গ্রামীণ মানুষের জীবন সংস্কৃতির প্রতিনিধিত্বকারী সংগঠন “লোকজ সাংস্কৃতিক সংগঠন”।

“লোকজ সাংস্কৃতিক সংগঠন” আবহমান গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষের জীবন সংস্কৃতির প্রতিনিধিত্বকারী সংগঠন যা প্রতিষ্ঠিত হয়েছিলো ২০১৩ সালের ১৮ই সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে কিছু উদ্যোমী আত্মবিশ্বাসী তরুণ তরুণীর একটি সচেষ্ট প্রচেষ্টার বাস্তবায়নের ঐক্যবদ্ধ দৃঢ় শপথ গ্রহণের মধ্য দিয়ে। পরবর্তী এই ছয়টি বছরে সংগঠন তার কর্মকাণ্ড বিস্তৃত করতে সক্ষম হয়েছে কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলায়, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায়, রাজশাহী জেলায়।

সংগঠন ঈশ্বরদী উপজেলায় লোকজ সাংস্কৃতিক সংগঠন এর পাশাপাশি পরিচালনা করেন সামাজিক সংগঠন “শান্তি মিশন”। যার মধ্য দিয়ে পদ্মার চর অঞ্চলের সাধারণ মানুষের জন্য ইতিবাচক কিছু কর্মকাণ্ড পরিচালনায় সচেষ্ট সংগঠনের প্রতিটি স্বেচ্ছাসেবক।

রাজশাহীতে সংগঠন তার কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি লোকল বয়েজ প্রোডাকশন গ্রুপের সাথে মিলিত হয়ে চেষ্টা করে এই অঞ্চলের সাধারণ মানুষের বিয়ের সহ নানা সামাজিক আচার অনুষ্ঠানে মিলিত হয়ে তাদের আনন্দের মূহুর্ত গুলো ভিডিও করে দেওয়ার মধ্যমে সেই মূহুর্তগুলোকে তাদের জন্য স্বরণীয় করে তাদেরকে বিতরণ করতে।

কুতুবদিয়া দ্বীপ অঞ্চলের প্রায় প্রতিটি স্কুল এবং সরকারি কলেজে কুতুবদিয়া উপজেলা পরিষদের সহযোগিতায় সংগঠন পরিচালনা করে থাকে শুদ্ধ উচ্চারণ, কবিতা আবৃত্তি এবং পাঠ্যক্রমে বিদ্যমান নাটিকা ও ছোট গল্পগুলোর নান্দনিক উপস্থাপন।

সংগঠন স্বপ্ন দেখে একদিন এদেশের সাধারণ খেটে খাওয়া মানুষগুলোর এই জীবন সংস্কৃতি সমগ্র দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমন্ডলেও সমাদৃত হবার পাশাপাশি সর্বক্ষেত্রে এক ইতিবাচক পরিবর্তন সাধন করতে মোক্ষম ভূমিকা পালন করবে।

লেখকঃ-
আব্দুল্লাহ আল মারুফ
(প্রতিষ্ঠাতা সভাপতি, লোকজ সাংস্কৃতিক সংগঠন)

Facebook Comments