আমার গ্রাম

গ্রামের এক অপরূপ অবলীলা
গ্রাম করে প্রকৃতির সাথে খেলা,
কৃষকেরা করে চাষাবাদ, করে না অবহেলা।

গ্রামের মধ্যে দিয়ে বয়ে চলেছে খাল-নদী ঝিরি
গ্রামের পূর্বে অপরূপ দূর্গম গিরি,
মাঝখানে দিয়ে বয় নীল স্রোতস্বিনী।

গ্রাম থেকে যেতে হয় ক্ষেত-খামারে
খামার-ক্ষেত্রের শস্য-ফসল বিক্রি হয় ট্রাকে করে,
খাদ্য-ফসল বিক্রি করা হয় পাইকারীরে।

ক্ষেতের ধানহীন জমিতে চরণ করছে গরু
দুর্গম গিরিতে যাওয়ার পথটা সত্যিই খুব সরু।
তবুও সেখানে যাওয়া হয় নিতে নারকেল, বানাতে নাড়ু।

সুন্দর এই বর্ণনা আমার ‘মাঝের পাড়া’ গ্রামের
জায়গাটি আমার অপরুপা বান্দরবানের
দুর্গম নীলগিরি, নীলাচল সব এইখানের।

লেখনী:- উছাইওয়াং মার্মা।

চিত্র:- উক্যসাই মারমা।

Facebook Comments