আজ লেখক মোহাম্মদ বরকতুল্লাহ এর জন্মবার্ষিকী

তিনি ছিলেন বিংশ শতাব্দীর প্রথম ভাগের অন্যতম মুসলমান বাঙালী চিন্তাবিদ ও সাহিত্যিক। তাঁর রচিত বিখ্যাত কিছু গ্রন্থের মধ্যে অন্যতম পারস্য প্রতিভা,বিদায় হজ্জ্ব,নয়া জাতির স্রষ্টা হযরত মোহাম্মদ।

বলছি আধুনিক বাঙালি মুসলমানদের মধ্যে যিনি সর্বপ্রথম দার্শনিক প্রবন্ধ লিখে বাংলা সাহিত্যকে সমৃ্দ্ধ করেন সেই লেখক মোহাম্মদ বরকতুল্লাহ এর কথা।

তাঁর পারস্য প্রভিভা ছিলো অসাধারণ একটি জীবনী গ্রন্থ। আধুনিককালের ইরান দেশটি উনিশশো পঁয়ত্রিশ সাল পর্যন্ত পশ্চিম তথা সারা বিশ্বে পারসিয়া বা পারস্য নামে পরিচিত ছিল।যদিও নামটির পেছনে রয়েছে উজ্জ্বল এক ইতিহাস।

গ্রন্থটিতে তিনি পারস্য-সাহিত্যের ক্রমবিকাশ এবং ছয়জন বিখ্যাত পারস্য কবি-সাহিত্যিকদের জীবনী, তাঁদের লেখনশৈলীর উপর আলোকপাত করেছেন।

তাঁরা হলেন কবি ফেরদৌসী, ওমর খাইয়াম, শেখ সাদি, কবি হাফেজ, জালাউদ্দিন রুমী এবং ফরিদুউদ্দিন আত্তার।পারস্যের কবি-সাহিত্যিকগণ প্রখর প্রতিভাধর ছিলেন এবং প্রায় সবাই ছিলেন ধর্মভীরু।তাদের শৈশবকাল, সব বিখ্যাত গ্রন্থ রচনার ইতিহাস সাবলীলভাবে তুলে ধরা হয়েছে মোহাম্মদ বরকতুল্লাহ এর পারস্যপ্রতিভা গ্রন্থে।

আঠারোশো আটানব্বই সালের আজকের এই দিনে অর্থাৎ ২রা মার্চ গুণী এই লেখক জন্মগ্রহণ করেছিলেন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ঘোড়াশাল গ্রামে। তাঁর পিতা ছিলেন
কবিরাজি চিকিৎসক হাজী আজম আলী এবং তাঁর স্ত্রী ছিলেন জোবেদা খাতুন।

পারস্য প্রতিভাই তাঁর সবচেয়ে বিখ্যাত গদ্যগ্রন্থ। পারস্য প্রতিভায় ইরানের খ্যাতনামা কবিদের জীবনী ও তাঁদের সাহিত্যকর্ম, ফার্সি সাহিত্যের প্রেক্ষাপট, সুফিমত ও বেদান্ত দর্শন এবং মানুষের ধর্মে জগৎ ও জীবন, ইহলোক ও পরলোক, জড়প্রকৃতি ও মনোজগৎ, জীবনপ্রবাহ ও আত্মা ইত্যাদি দুরূহ তত্ত্ব ক্লাসিক্যাল বাংলা গদ্যে উপস্থাপিত করে গেছেন।

তাঁর বিরচিত অপরাপর গ্রন্থসমূহ হচ্ছে কারবালা ও ইমাম বংশের ইতিবৃত্ত, নবীগৃহ সংবাদ, নয়া জাতির স্রষ্টা হজরত মোহাম্মদ, হজরত ওসমান।

তিনি বাংলা সাহিত্যে মুসলিম ধারা প্রবন্ধের জন্য বাংলা একাডেমী পুরস্কার এবং নয়াজাতির স্রষ্টা হজরত মোহাম্মদ গ্রন্থের জন্য দাউদ পুরস্কার লাভ করেন। পাকিস্তান সরকার কর্তৃক সিতারা-ই-ইমতিয়াজ উপাধিতে ভূষিত হন ও প্রেসিডেন্ট পারফরমেন্স অ্যাওয়ার্ড পদক লাভ করেন।

তিনি উনিশশো চুয়াত্তর সালের দোসরা নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। আজ লেখকের জন্মবার্ষিকীতে লোকজ সাংস্কৃতিক সংগঠন এর সকল সদস্য দায়িত্বশীল এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দের পক্ষ থেকে জানাই অজস্র ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা।

তারিখ: ০২-০৩-২০২১ ইংরেজি

Facebook Comments