গ্রামের ভেতর বয়ে গেছে ছোট্ট একটা বন
শীতকালে আভায় শিরশিরে কনকন।
সন্ধেবেলা হলে সবাই
ডাক শোনা যায় ও ভাই ও ভাই,
পল্লী মায়ের ডাক শোনা যায়
যাবি নাকি বল?
নদীটা তার পানি দিয়ে
করছে যে টলমল।
ও পাড়ার এক পল্লী যে ভাই
চল গিয়ে তার গুণ শুনি তাই।
এখন তো আর সেদিন যে নাই
গ্রাম্য গীতি করবে কে ভাই।
সংস্কৃতিকে ধ্বংস করে
করছে যারা খেলা,
থাকবে না কো, চুপ করে আর
আসবে যখন বেলা।
লেখনী:- আব্দুল কাদের।
চিত্রে:- মোহাম্মদ হালিম।
Facebook Comments