বিশিষ্ট বাঙালি লোকসংস্কৃতি বিশেষজ্ঞ এবং পুরাতত্ত্ববিদ তারাপদ সাঁতরার মৃত্যুবার্ষিকী আজ

লোকসংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে গভীর বিশ্লেষণ এবং সেগুলোকে গ্রন্থাকারে উপস্থাপনে যে কিছু মানুষ সদা সচেষ্ট ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন তারাপদ সাঁতরা। তিনি একজন বাঙালি পুরাতত্ত্ববিদ এবং লোকসংস্কৃতি বিশেষজ্ঞ।

উনিশশো একত্রিশ সালের চৌদ্দই জানুয়ারি পশ্চিমবঙের হাওড়ায় জন্মগ্রহণ করেছিলেন তিনি।
তার পিতা ছিলেন বাসুদেব সাঁতরা এবং মাতা ছিলেন বিন্দুবাসিনী সাঁতরা।

তিনি ছিলেন দরিদ্র তপশিলী পরিবারের সন্তান। অনুসন্ধান ভিত্তিক গবেষণার ক্ষেত্রে নিজের একটি ধারা তিনি তৈরি করেছিলেন।

তারাপদ সাঁতরা হাওড়া এবং মেদিনীপুর জেলার পুরাকীর্তি গ্রামজনপদের ইতিহাস লোকশিল্প ও শিল্পীসমাজ লোকউৎসব ধর্মীয় স্থাপত্য কলকাতার মন্দির মসজিদ কারুভাস্কর্য প্রভৃতি বিষয়ে অনেকগুলি বই লিখেছিলেন।

উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো ছাপান্ন খ্রিষ্টাব্দ পর্যন্ত তিনি অবিভক্ত কমিউনিস্ট পার্টির কর্মী ছিলেন। এই সময় তিনি খাদ্য আন্দোলন তেভাগা আন্দোলন প্রভৃতিতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

তারাপদ সাঁতরা ছিলেন কৌশিকী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। তার ছশোর বেশি প্রবন্ধ নানা জায়গায় প্রকাশিত হয়েছে।

সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ছড়া প্রবাদে গ্রাম বাংলার সমাজ গ্রামজনপদ,উত্তর মেদিনীপুর,কীর্তিবাস কলকাতা,কলকাতার মন্দির মসজিদ,মাটির টানে।

এছাড়াও আরও রয়েছে বাংলার সংস্কৃতি চিন্তায় বাংলার সংগ্রহশালা,স্মৃতির সরণি পেরিয়ে আনন্দনিকেতন,হাওড়া জেলার লোকউৎসব,ইতিহাসের রূপরেখা,হাওড়া জেলার পুরাকীর্তি,পথের মেয়ে,মন্দির লিপিতে বাংলার সমাজচিত্র,পুরাকীর্তি সমীক্ষা,বাংলার কাঠের কাজ,পশ্চিমবঙ্গের লোকশিল্প ও শিল্পীসমাজ প্রভৃতি।

দুইহাজার তিন সালের আজকের এই দিনটিতে অর্থাৎ বাইশে এপ্রিল গুণী এই মানুষটি মৃত্যুবরণ করেন।

লোকজ সাংস্কৃতিক সংগঠনের সকল সদস্য দায়িত্বশীল এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দের পক্ষ থেকে তারাপদ সাঁতরার মৃত্যুবার্ষিকীতে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা এবং অজস্র ভালোবাসা।

তাংঃ- ২২/০৪/২০২১

Facebook Comments