বিশিষ্ট কবি, সঙ্গীত রচয়িতা, নাট্যকার, সাহিত্যিক এবং সাংবাদিক সিকান্দার আবু জাফরের মৃত্যুবার্ষিকী আজ

সিকান্দার আবু জাফর ছিলেন একজন বিশিষ্ট কবি, সঙ্গীত রচয়িতা, নাট্যকার, সাহিত্যিক এবং সাংবাদিক।

তার একটি বিখ্যাত কবিতা হলো,

“জনতার সংগ্রাম চলবেই, আমাদের সংগ্রাম চলবেই”

তবে পরবর্তীতে এটি জনপ্রিয় গণসঙ্গীতে রূপান্তরিত হয়। গানটি মুক্তিযুদ্ধের সময় জনগণকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল।

উনিশশো উনিশ সালের উনিশে মার্চ সাতক্ষীরা জেলার তেঁতুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।তিনি কলকাতার রিপন কলেজ থেকে আইএ পাস করেন।

আবু জাফর উনিশশো পঞ্চাশ সালে কলকাতা থেকে ঢাকায় আসেন এবং বিভিন্ন সময়ে দৈনিক নবযুগ, ইত্তেফাক, সংবাদ ও মিল্লাত পত্রিকায় সাংবাদিকতা করেন। তিনি ভারত বিভাগোত্তর কালে প্রকাশিত সাহিত্য পত্রিকা সমকাল সম্পাদনার জন্য বিশেষভাবে খ্যাত।

ষাটের দশকে পূর্ব বাংলায় বাঙালি জাতীয়তাবাদ ও বাঙালি সংস্কৃতিচর্চার যে ধারা গড়ে ওঠে, আবু জাফর ছিলেন তার অন্যতম পৃষ্ঠপোষক।

উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় তিনি স্বাধীনতা, দেশপ্রেম ও বিপ্লবের চেতনাসম্পন্ন অনেক গান রচনা করেন।

আবু জাফর গদ্য ও পদ্য রচনায় সমান দক্ষ ছিলেন; তবে তাঁর সর্বাধিক খ্যাতি কবি হিসেবে।

তাঁর উল্লেখযোগ্য কয়েকটি উপন্যাসের মধ্যে রয়েছে
পূরবী, নতুন সকাল। ছোটগল্পের মধ্যে রয়েছে মাটি আর অশ্রু, কবিতা প্রসন্ন শহর, তিমিরান্তিক, বৈরী বৃষ্টিতে, বৃশ্চিক-লগ্ন, বাংলা ছাড়ো। উল্লেখযোগ্য নাটকের মধ্যে অন্যতম সিরাজ-উদ-দৌলা, মহাকবি আলাউল, রয়েছে সঙ্গীত মালব কৌশিক।

আবু জাফর অনুবাদক হিসেবেও খ্যাত ছিলেন। তাঁর কয়েকটি অনূদিত গ্রন্থ: যাদুর কলস, সেন্ট লুইয়ের সেতু, রুবাইয়াৎ:ওমর খৈয়াম ইত্যাদি।

তিনি নাটকে বাংলা একাডেমী পুরস্কার এবং মরণোত্তর একুশে পদক লাভ করেন।

উনিশশো পঁচাত্তর সালের আজকের এই দিনটিতে অর্থাৎ পাঁচই আগস্ট ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন।

আজ তার মৃত্যুবার্ষিকীতে লোকজ সাংস্কৃতিক সংগঠনের সকল সদস্য, দায়িত্বশীল এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দের পক্ষ থেকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা এবং অজস্র ভালোবাসা।

তারিখঃ- ৫/৮/২০২১ ইং।

Facebook Comments