উনিশশো সাত সালের পহেলা ফেব্রুয়ারি বিখ্যাত দার্শনিক, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী শহীদ ড. গোবিন্দ চন্দ্র দেব জন্মগ্রহণ করেন। তাঁর আসল নাম গোবিন্দ চন্দ্র দেব পুরকায়স্থ। তিনি জন্মগ্রহণ করেছিলেন বর্তমানে সিলেটের বিয়ানীবাজারের লাউতা গ্রামে। তিনি জি সি দেব নামেই অধিক পরিচিত।
সিলেটে তিনি বেড়ে ওঠেন স্থানীয় মিশনারিদের তত্ত্বাবধানে। কলকাতার সংস্কৃত কলেজ থেকে দর্শন বিষয়ে বি এ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে এম এ ডিগ্রি লাভ করেন।উনিশশো চুয়াল্লিশ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেন পিএইচডি ডিগ্রি।
উনিশশো তিপ্পান্ন সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। তিনি পূর্বতন ঢাকা হলের বর্তমান শহীদুল্লাহ হলের হাউস টিউটর হিসেবে উনিশশো সাতান্ন সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন পরবর্তীতে একই বছর তিনি জগন্নাথ হলের প্রভোস্টের দ্বায়িত্ব পান।
ড. দেব উনিশশো তেষট্টি সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়্যায়ম্যানের দায়িত্বভার গ্রহণ করেন এবং উনিশশো সাতষট্টি সালে প্রফেসর পদে পদান্নতি লাভ করেন।
গোবিন্দ চন্দ্র দেবের মোট গ্রন্থ নয়টি, যার মধ্যে জীবদ্দশায় সাতটি এবং মৃত্যুর পরে দুইটি গ্রন্থ প্রকাশিত হয়। দর্শন শাস্ত্রে অবদানের জন্য তিনি দর্শন সাগর উপাধি পান।
উনিশশো একাত্তর সালে বাংলাদেশী বুদ্ধিজীবী সম্প্রদায়কে ধ্বংস করার একটি পরিকল্পনার অংশ হিসেবে পাকিস্তানী সৈন্যরা ক্ষণজন্মা মনিষী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দার্শনিক ড. গোবিন্দ চন্দ্র দেবকে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে হত্যা করেছিল।
তিনি উনিশশো পঁচাশি সালে মরণোত্তর একুশে পদক লাভ করেন এবং দুইহাজার আট সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার লাভ করেন।
আজ দার্শনিক, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী শহীদ ড. গোবিন্দ চন্দ্র দেবের মৃত্যুবার্ষিকীতে লোকজ সাংস্কৃতিক সাংস্কৃতিক সংগঠনের সকল সদস্য দায়িত্বশীল এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দের পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং অজস্র ভালোবাসা।
তারিখ:-২৬/০৩/২০২১ ইংরেজি