তাজিন আহমেদ ছিলেন বাংলাদেশের একজন বিখ্যাত টিভি অভিনেত্রী এবং উপস্থাপক। দুইহাজার তিন সালে তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সেরা টিভি অভিনেত্রীর পুরষ্কার অর্জন করেন।
উনিশশো পঁচাত্তর সালের ত্রিশে জুলাই অর্থাৎ আজকের এই দিনটিতে তাজিন আহমেদ নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেছিলেন। যদিও তিনি পাবনা জেলায় বেড়ে উঠেছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেছেন তাজিন আহমেদ।
নাট্যাঙ্গনে কাজ করার পাশাপাশি বেশ কয়েক বছর সাংবাদিকতায় যুক্ত ছিলেন। দৈনিক ভোরের কাগজে প্রথম আলো, আনন্দ ভুবন প্রভৃতি পত্রিকায় তার পদচারণা ছিলো। দুহাজার দুই সালে তিনি জনসংযোগ কর্মকর্তা হিসেবে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডেও কর্মরত ছিলেন।
দিলারা ডলি রচিত ও শেখ নিয়ামত আলী পরিচালিত শেষ দেখা শেষ নয় নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তাজিন আহমেদের অভিনয়যাত্রা শুরু হয়েছিল। নাটকটি উনিশশো ছিয়ানব্বই সালে বিটিভিতে প্রচার হয়েছিল।
তবে এর আগেও উনিশশো একানব্বই সালে বিটিভির ‘চেতনা’ নামের অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপনা শুরু করেন তিনি।
এরপর তিনি অসংখ্য নাটক টেলিছবিতে কাজ করেছেন। তার অভিনীত বিটিভি প্রচারিত ‘আঁধারে ধবল দৃপ্তি’ বেশ সাড়া জাগিয়েছিল।
উনিশশো সাতানব্বই সালে ‘থিয়েটার আরামবাগ’ দিয়ে মঞ্চনাটক শুরু করেন। এরপর ‘নাট্যজন’ থিয়েটারের হয়ে বেশ কিছু নাটকে অভিনয় করেন তিনি।
পরবর্তী সময়ে আরণ্যক নাট্যদলের ময়ূর সিংহাসন নাটকে অভিনয় করেছিলেন। এটি তার সর্বশেষ অভিনীত মঞ্চনাটক।
তার সর্বশেষ অভিনীতি ধারাবাহিক নাটক বিদেশি পাড়া। হুমায়ূন আহমেদ পরিচালিত নাটক নীলচুড়ি’তে অভিনয়ে দারুণ প্রশংসিত হয়েছিলেন তাজিন আহমেদ।
তাঁর অভিনীত আরও বিখ্যাত নাটকগুলির মধ্যে রয়েছে নীলচুড়ি,বন্ধন,অদেখা ভুবন,উৎস,নলবাজি,পরস্পর,দ্য ফ্যামিলি, বার বার ফিরে আসে,ও বন্ধু আমার,মা,নকশাল,তোমার খোলা হাওয়া,অত:পর বিবাহ বার্ষিকী,সাত পৌড়ে কাব্য,এক আকাশের তারা প্রভৃতি।
অভিনয় ও উপস্থাপনার বাইরে লেখালেখির কাজও করেছেন। তাঁর লেখা অনেক নাটক টেলিভিশনে প্রচারিত হয়।
তাজিনের লেখা ও পরিচালনায় তৈরি হয় যাতক ও যোগফল নামে দুটি নাটক।
তার লেখা উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে বৃদ্ধাশ্রম, অনুর একদিন, এক আকাশের তারা, হুম, সম্পর্ক ইত্যাদি।
বিটিভির চেতনা নামের অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপনা শুরুর পরে এনটিভিতে প্রচারিত টিফিনের ফাঁকে অনুষ্ঠানে টানা দশ বছর উপস্থাপনা করেছেন তিনি।
একাত্তর টিভিতেও একাত্তরের সকাল অনুষ্ঠানটিতে হাজির হয়েছেন তিনি।
দুহাজার আঠারো সালের বাইশে মে তাজিন আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
আজ তার জন্মবার্ষিকীতে লোকজ সাংস্কৃতিক সংগঠনের সকল সদস্য দায়িত্বশীল এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দের পক্ষ থেকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা এবং অজস্র ভালোবাসা।
তারিখঃ- ৩০/৭/২০২১ ইং।