আমি বুঝি না – কিছু করি না
রাতে জাগি না – দিনে উঠি না।
মাথা চলে না – ইচ্ছে করে না
মানুষ চিনি না – কথা শুনি না।
জীবন বেদনা – আমি খুশি না।
মন খুশি না – কিন্তু কাঁদি না
দিন কাটে না – জীবন চলে না।
মরণ আসে না – জীবন যায় না।
স্মৃতি থাকে না – মন বসে না
প্রেম টিকে না – মন মানে না।
জীবন চলে যায় – আমি যাই না
মানুষ মরে যায় কিন্তু আমি মরি না।
লেখনী:- সৈয়দ জাওয়াদ বিন হাসান।
ছবি:- ভুবনেশ্বর ত্রিপুরা।
Facebook Comments