বাংলা সাহিত্যে মেমসাহেব উপন্যাসটি নিমাই ভট্টাচার্যের ছিলো সবচেয়ে উল্লেখযোগ্য রচনা।এই গ্রন্থ অবলম্বনে উনিশশো বাহাত্তর সালে একই নামে একটি চলচ্চিত্র নির্মিত হয়।এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন উত্তম কুমার এবং অপর্ণা সেন।
নিমাই ভট্টাচার্য মূলত ছিলেন একজন প্রখ্যাত বাঙালি লেখক, সাংবাদিক। উনিশশো একত্রিশ সালের আজকের এই দিনটিতে অর্থাৎ দশই এপ্রিল কলকাতায় জন্মগ্রহণ করেন নিমাই ভট্টাচার্য।
তিনি মাগুরা জেলার শালিখা উপজেলার অন্তর্গত শরশুনা গ্রামে জন্মগ্রহণ করেন। তিন বছর বয়সে তিনি মাতৃহীন হন। তাঁর পিতার নাম সুরেন্দ্রনাথ ভট্টাচার্য।
সাংবাদিকতার মাধ্যমেই তার কর্মজীবন শুরু হয়। তিনি দীর্ঘ পঁচিশ বছর দিল্লিতে ভারতীয় পত্রিকার রাজনৈতিক কূটনৈতিক সংসদীয় সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ভারতের অনেক প্রধানমন্ত্রীর সাথে বিদেশ সফর করে নিউজ কাভার করেছেন। দেশ-বিদেশের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের স্নেহভাজন ছিলেন নিমাই ভট্টাচার্য।
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজবেথ আমেরিকার প্রেসিডেন্ট আইসেনহাওয়ার ভিয়েতনামের রাষ্ট্রপতি হো চি মিন রাশিয়ার প্রধানমন্ত্রী ক্রুশ্চেভ ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লি রাধাকৃষ্ণন পণ্ডিত জওহর লাল নেহরু লাল বাহাদুর শাস্ত্রী ইন্দিরা গান্ধী প্রমুখের সফর সঙ্গী সাংবাদিক হিসেবে নিযুক্ত থেকেছেন পেশাগত জীবনে।
উনিশশো তেষট্টি সালে তার লেখা একটি উপন্যাস কলকাতার সাপ্তাহিক অমৃতবাজার পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এবং তা ব্যাপক প্রশংসা অর্জন করে। এরপর তার চারটি উপন্যাস একই পত্রিকায় প্রকাশিত হয়।
নিমাইয়ের প্রকাশিত বইয়ের সংখ্যা একশো পঞ্চাশ এর অধিক। উনিশশো চৌষট্টি সালে প্রকাশিত হয় তাঁর প্রথম বই রাজধানীর নেপথ্যে। উনিশশো আটষট্টি সালে প্রকাশিত মেমসাহেব উপন্যাস তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। পরে এই বই ভিত্তি করে সিনেমাও তৈরি হয়।
এ ছাড়া ডিপ্লোমেট পিকাদিলি সার্কাস নাচনী আকাশ ভরা সূর্য তারা ইমন কল্যাণ গোধুলিয়ার মতো শতাধিক বই লেখেন তিনি। তাঁর লেখা উপন্যাসগুলিতে বিষয় বৈচিত্রের ছাপ স্পষ্ট।
উননব্বই বছর বয়সে প্রয়াত হলেন সাহিত্যিক নিমাই ভট্টাচার্য।
আজ তার জন্মবার্ষিকীতে লোকজ সাংস্কৃতিক সংগঠনের সকল সদস্য দায়িত্বশীল এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দের পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং অজস্র ভালোবাসা।
তাংঃ- ১০/০৪/২০২১ ইং