বিখ্যাত বাঙালি কবি যতীন্দ্রমোহন বাগচীর মৃত্যুবার্ষিকী আজ

গ্রামবাংলার শাশ্বত শ্যামল স্নিগ্ধরূপ তার রচনায় বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে। গ্রামীণ জীবনের সাধারণ বিষয় ও সুখ,দুঃখগুলোকে তিনি সহজ সরল ভাষায় সহৃদয়তার সঙ্গে তাৎপর্যমণ্ডিত করে প্রকাশ করেছেন।আর ঠিক এখানেই যেনো কবির পরম সার্থকতা ফুটে উঠেছে। আমাদের সবুজশ্যামল বাংলার চিরন্তন সৌন্দর্য তার দৃষ্টি আর মননকে এড়িয়ে যায়নি।

এক বোনহারা ভাইয়ের যে আকুতি, এ যেন পরম মমতায় লালিত আমাদের বাঙালি পরিবারিক জীবনের নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি। 

হারিয়ে যাওয়া সেই দিদির নাম কাজলা। দিদিহারা একটা ছোট্ট মেয়ে, দিন রাত দিদিকে খুঁজে ফেরে। মায়ের আঁচল ধরে কত প্রশ্ন করে। মা দিদির কথায় আঁচলে মুখ লুকায়।

সকলেই আমার বুঝতে পেরেছি কোন কবির কথা আজ বলতে চলেছি। হ্যাঁ ঠিক তাই, বলছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও কবি জীবনানন্দ দাশের মতো যার কাব্যবস্তু নিসর্গ সৌন্দর্যে চিত্ররূপময়, যিনি গ্রাম বাংলার শ্যামল স্নিগ্ধ রূপ উন্মোচনে প্রয়াসী হয়েছেন। গ্রামজীবনের অতি সাধারণ বিষয় ও সুখ দুঃখ যিনি সহজ সরল ভাষায় সহৃদয়তার সঙ্গে তাৎপর্যমণ্ডিত করে প্রকাশ করেছেন। সেই মমতাময় কবি যতীন্দ্রমোহন বাগচীর কথা।

তাঁর কাব্যের বিষয়বস্তু পল্লীজীবন থেকে সংগৃহিত।

পল্লিপ্রকৃতির সৌন্দর্য ও পল্লিজীবনের সুখ দুঃখের কথা তিনি দক্ষতার সঙ্গে প্রকাশ করেন। ভাগ্যবিড়ম্বিত ও নিপীড়িত নারীদের কথা তিনি বিশেষ দরদের সঙ্গে প্রকাশ করেছেন।

যতীন্দ্রমোহন বাগচী একজন বিখ্যাত বাঙালি কবি। তিনি আঠারোশো আটাত্তর সালের সাতাশে নভেম্বর পশ্চিম বঙ্গের নদিয়া জেলার জমশেরপুরে জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন।  তিনি বেশ কয়েকটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করেছেন। কাজলা দিদি, যৌবন-চাঞ্চল্য, অপরাজিতা, অন্ধ বধূ ইত্যাদি যতীন্দ্রমোহন বাগচীর বিখ্যাত কবিতা। মূলত যতীন্দ্রমোহন বাগচী এর কাজলা দিদি ছড়া কবিতাটি বাংলা সাহিত্যে সবচেয়ে বেশি পরিচিত।

তিনি ছিলেন সাহিত্য সাময়িকীর অনেক বড় প্রদায়ক| তাঁর কবিতাগুলির প্রতি সাহিত্য পিপাসু বাঙালী আকৃষ্ট হয়েছিল| রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর সময়ে তাঁর রচিত কবিতা বাঙালীর হৃদয় জয় করেছিল

পল্লীপ্রকৃতি, পল্লীর সহজ-সরল মানবজীবন, মানুষের দুঃখ-কষ্ট, নারীর নীরব বেদনাবোধ যতীন্দ্রমোহন বাগচীর রচনার প্রধান বিষয়বস্তু। কখনো কখনো নাগরিক জীবনের সাথে সরল ও সাধারণ গ্রামীণ জীবনের তুলনাও ফুটে উঠেছে নিপুণভাবে। বিষয়বস্তুর স্পষ্টতা, সহজ কিন্তু প্রাঞ্জল ভাষা আর ছন্দের কারুকার্য তাঁর কবিতাকে দিয়েছে বিশিষ্টতা।তার কাব্যগ্রন্থগুলোর মধ্যে আছে লেখা,রেখা,অপরাজিতা,বন্ধুর দান, জাগরণী,নীহারিকা,মহাভারতী ইত্যাদি।

কবি যতীন্দ্রমোহন বাগচীর আজ মৃত্যুদিন। উনিশশো আটচল্লিশ সালের পহেলা ফেব্রুয়ারি অর্থাৎ আজকের এই দিনটিতে তিনি মৃত্যুবরণ করেন।লোকজ সাংস্কৃতিক সংগঠন এর সকল সদস্য দায়িত্বশীল এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দের পক্ষ থেকে জানাই অজস্র ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা।

তারিখঃ- ১/২/২০২১ ইং।

Facebook Comments