প্রথিতযশা কথাসাহিত্যিক সুচরিত চৌধুরীর জন্মবার্ষিকী আজ

সুচরিত চৌধুরী প্রথিতযশা কথাসাহিত্যিক হিসেবে সুপরিচিত। কাব্য ও সঙ্গীত জগতেও তার বিচরণ ছিল। তবে তিনি কথাসাহিত্যিক হিসেবেই প্রতিষ্ঠিত ও স্বীকৃত হয়েছেন।

সুচরিত চৌধুরীর জন্ম উনিশশো ত্রিশ সালের আজকের এই দিনটিতে অর্থাৎ একুশে জানুৃয়ারি চট্টগ্রাম জেলার বোয়ালখালীতে।

তার বাবার প্রভাব এবং পারিবারিক সাহিত্য ও সাংস্কৃতিক পরিমণ্ডল তাকে সাহিত্যানুরাগী করে তোলে। বাঁশী, সঙ্গীত আর সাহিত্য এই তিন ভুবনেই নিজেকে উৎসর্গ করেছিলেন তিনি। তবে বাঁশী বাজানেোর প্রতি ছিল প্রবল অনুরাগ। সুচরিতের রচনায় নিম্ন ও মধ্যবিত্ত মানুষদের দৈনন্দিন জীবনাচার, বেদনা, অনুরাগ, দ্রোহ ও আর্তি প্রাঞ্জল আর নিরাভরণ ভাষায় জীবন্তরূপ পেয়েছে।

তার রচিত উল্লেখযোগ্য সৃষ্টির মধ্যে রয়েছে শুধু চৌধুরীর সেরা কবিতা, সুরাইয়া চৌধুরীর শুধু গল্প, আকাশে অনেক ঘুড়ি, একদিন এক রাত, নদী নির্জন নীল, সুচরিত চৌধুরীর শ্রেষ্ঠ গল্প, সুচরিত চৌধুরীর নির্বাচিত গল্প, কিংবদন্তীর গল্প: চট্টগ্রাম

গানের সংকলনের মধ্যে রয়েছে সুরলেখা, রয়েছে অনুবাদ নানা। 

উনিশশো ছিয়াত্তর সালে তিনি বাংলা একাডেমী পুরস্কার অর্জন করেন। সুচরিত চৌধুরী উনিশশো চুরানব্বই সালের পাঁচই জানুয়ারি মৃত্যুবরণ করেন। 

আজ তার জন্মবার্ষিকীতে লোকজ সাংস্কৃতিক সংগঠনের সকল সদস্য, দায়িত্বশীল এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দের পক্ষ থেকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা এবং অজস্র ভালোবাসা। 

তারিখঃ- ২১/১/২০২১ ইং।

Facebook Comments