মুহম্মদ মনসুর উদ্দিন ছিলেন বাংলাদেশী লোকসঙ্গীত, লোকসাহিত্য সংগ্রাহক ও লোকসাহিত্যবিশারদ। তিনি সাহিত্যে অবদানের জন্য উনিশশো পঁয়ষট্টি সালে বাংলা একাডেমি পুরস্কার ও উনিশশো চুরাশি সালে স্বাধীনতা পুরস্কার এবং শিক্ষায় অবদানের জন্য উনিশশো ছিয়াত্তর সালে একুশে পদক লাভ করেন।
উনিশশো চার সালের একত্রিশে জানুয়ারী পাবনা জেলার সুজানগর উপজেলার মুরারিপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
মুহম্মদ মনসুর উদ্দীনের প্রথম সংগ্রহ ছিল নিজ গ্রাম পাবনার মুরারীপুরের প্রেমদাস বৈরাগীর কাছ থেকে সংগৃহীত লালনের একটি গান পাঠিয়ে দেন প্রবাসীতে যা ছাপা হয় যা বাংলা তেরোশো ত্রিশ সালের আশ্বিন সংখ্যায়। তার মাধ্যমে আমরা পেয়েছি ত্রয়োদশ খণ্ডে হারামণির মতো লোকসংগীতের অমূল্য সংগ্রহ।
এছাড়াও তিনি লিখেছেন বাংলা সাহিত্যে মুসলিম সাধনার মতো তিন খণ্ডে বিভক্ত গবেষণাগ্রন্থ। তার রচিত মোট গ্রন্থসংখ্যা বিয়াল্লিশটি। অমূল্য সব কাজের স্বীকৃতি হিসেবে দেশে-বিদেশে পেয়েছেন অনন্য সব সম্মান, স্বীকৃতি, সংবর্ধনা, পদক। তার জীবনের শতাব্দীর কয়েক দশক তিনি কাটিয়েছেন রাজধানী ঢাকাতেই। তার ছিল হুঁকোবিলাস ,জুতা ও ইংরেজিপ্রীতি।তিনি আসলে ছিলেন এক বিশ্ব মানব।
বাউল-ফকিরদের সঙ্গে তার ছিল নিবিড় যোগাযোগ। তাকে নিয়ে আসাদ চৌধুরী লিখেছেন: যে-গভীর সত্যবাণী নিরক্ষর গীতিকার কবিদের/ ঠোঁটে ঠোঁটে কেঁদে উঠেছিলো—/ তাকে তুমি ছড়ালে নিখিলে।
তার অসংখ্য সৃষ্টি কর্মের মধ্যে রয়েছে লোকসাহিত্য কেন্দ্রীক গ্রন্থ ১১ খণ্ডে সংগৃহীত লুপ্ত ও লুপ্তপ্রায় লোকসাহিত্যের সংকলন হারামনি, লোককাহীনির সংকলন শিরণী, হাসি অভিধান, বাংলা ইডিয়ম সংকলন প্রভৃতি।
রয়েছে উপন্যাস সাতাশে মার্চ, রয়েছে বঙ্গ সাহিত্যের ইতিহাসঃ বাংলা সাহিত্যে মুসলিম সাধনা রয়েছে গানের সংকলনঃ শত গান এছাড়াও ইরানের কবি, আওরঙ্গজেব। রয়েছে রূপকথা সংকলনঃঠকামি, মুসকিল আসান আরও রয়েছে হাসির পড়া।
উনিশশো সপ্তাশী সালের আজকের এই দিনটিতে উনিশে সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
আজ তার মৃত্যুবার্ষিকীতে লোকজ সাংস্কৃতিক সংগঠনের সকল সদস্য, দায়িত্বশীল এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দের পক্ষ থেকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা এবং অজস্র ভালোবাসা।
তারিখঃ- ১৯/৯/২০২১ ইং।