গ্রাম্য সংস্কৃতি

গ্রামের সৌন্দর্য লালন করি মোরা

রয়েছে যা লোকসংস্কৃতি দিয়ে ঘেরা।

সৌন্দর্যের মধ্যে লোকসংস্কৃতি তো আছেই

তবে এখন শুধু তা বয়োজ্যেষ্ঠের কাছেই।

জারিগান, বাওলাগান, তাদের মন-প্রাণ।

অন্য পথে আমরা ধরেছি জীবন পণ

হাতে হাতে মোবাইল, শুনছি ডিযে গান।

মন্দ সব বাদ দিয়ে চর্চা করি লোকসংস্কৃতি

এর মাধ্যমেই গড়বো মোরা সোনার পরিস্থিতি।

লেখনী:- অনিমেষ চাকমা।

ছবি:- মংহ্লাসিং মার্মা।

Facebook Comments