স্বনামধন্য বাঙালি চিন্তাবিদ, শিক্ষাবিদ, দার্শনিক, এবং সাহিত্য সমালোচক শিবনারায়ণ রায়ের মৃত্যুবার্ষিকী আজ

শিবনারায়ণ রায় বিংশ শতাব্দীর স্বনামধন্য বাঙালি চিন্তাবিদ, শিক্ষাবিদ, দার্শনিক, এবং সাহিত্য সমালোচক।

তিনি জন্মগ্রহণ করেন উনিশশো একুশ সালের বিশে জানুয়ারী বৃটিশ ভারতের বর্তমানে পশ্চিমবঙ্গের কলকাতায়।

উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে রেজিনা গুহ স্বর্ণপদক নিয়ে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজী সাহিত্যে এম.এ পাশ করেন।

তিনি মননশীল সাহিত্য ত্রৈমাসিক জিজ্ঞাসা পত্রিকার সম্পাদক ছিলেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে, সাহিত্য চিন্তা, নায়কের মৃত্যু, কবির নির্বাসন ও অন্যান্য ভাবনা, রবীন্দ্রনাথ, শেক্সপিয়র ও নক্ষত্রসংকেত, খাড়াইয়ের দিকে, স্বদেশ, স্বকাল, স্বজন, বিবেকী বিদ্রোহের পরম্পরা, বাঙালিত্বের খোঁজে ও অন্যান্য আলোচনা, প্রবাসের জার্নাল, মৌমাছিতন্ত্র, স্রোতের বিরুদ্ধে, গণতন্ত্র, সংস্কৃতি ও অবক্ষয় প্রভৃতি, রেনেসাঁস, লাঠি থেকে লাটাই, মাইকেল!মাইকেল! কথারা তোমার মন প্রভৃতি।

এছাড়া তার উল্লেখযোগ্য কীর্তি বিপ্লবী মানবেন্দ্রনাথ রায়ের জীবনী রচনা ও তার নির্বাচিত রচনা সম্পাদনা Selected works of M.N.Roy।

সপ্তাশী বছর বয়সে দুইহাজার আট সালের ছাব্বিশে ফেব্রুয়ারী তিনি মৃত্যুবরণ করেন।

আজ তার মৃত্যুবার্ষিকীতে লোকজ সাংস্কৃতিক সংগঠনের সকল সদস্য, দায়িত্বশীল এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দের পক্ষ থেকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা এবং অজস্র ভালোবাসা।

তারিখঃ- ২৬/২/২০২১ ইং।

Facebook Comments