পান্নালাল ঘোষ তিনি অমলজ্যোতি ঘোষ নামেও পরিচিত ছিলেন একজন ভারতীয় বাঙালী বাঁশী বাদক ও সুরকার।
তিনি ওস্তাদ আলাউদ্দিন খাঁর শিষ্য ছিলেন এবং ভারতীয় শাস্ত্রীয় সংগীতে বাঁশিকে একটি অংশ হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য তাকে কৃতিত্ব দেওয়া হয়।
ভারতীয় ফিল্মের খ্যাতনামা নেপথ্যগায়িকা সুপ্রভা ঘোষ তাঁর স্ত্রী।
পান্নালাল ঘোষ বাংলাদেশের বরিশালে উনিশশো এগারো সালের চব্বিশে জুলাই জন্মগ্রহণ করেন। তার ডাকনাম অমলজ্যোতি ঘোষ।
তার পিতা, অক্ষয় কুমার ঘোষ ছিলেন একজন সেতার বাদক। তিনি পারিবারিকভাবে সেতার বাজানো শেখা শুরু করেন।
কিন্তু শৈশবে দুইটি কারণে তিনি বাঁশির প্রতি আকৃষ্ট হন। তাদের পৈতৃক বাসা ছিল কীর্তনখোলা নদীর পাড়ে।
কলকাতা নিউ থিয়েটার্সে কাজ করার সময় তিনি সঙ্গীতে সহায়তা করতেন। উনিশশো চল্লিশ সালে তিনি বোম্বে চলে আসেন সঙ্গীতজীবনের উন্নতির জন্য।
একই বছর স্নেহ বন্ধন ছবির মাধ্যমে তার স্বতন্ত্র সঙ্গীত পরিচালক হিসাবে অভিষেক ঘটে।
এই ছবির দুই জনপ্রিয় গানে আব্রু কি কামান্নো মে এবং স্নেহ বাধান মে বাঁধা হু কণ্ঠ দেন কাহ্ন মাস্তান এবং বিব্বু।
পান্নালাল ঘোষ যৌথভাবে ওস্তাদ আলী আকবর খান ও পণ্ডিত রবিশঙ্কর -এর সাথে আন্দায়াইন সিনেমার নেপথ্যে কাজ করেন। তিনিই প্রথম সাত গর্তের বাঁশির প্রচলন শুরু করেন।
মাত্র আটচল্লিশ বছর বয়সে উনিশশো ষাট সালের আজকের এই দিনটিতে অর্থাৎ বিশে এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুবার্ষিকীতে লোকজ সাংস্কৃতিক সংগঠনের সকল সদস্য দায়িত্বশীল এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দের পক্ষ থেকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা এবং অজস্র ভালোবাসা।
তাংঃ- ২০/০৪/২০২১ ইং।