কলমের বাক্স আমার
ঘরের কোণায় রাখা
গিয়ে দেখি পুরো বাক্সই
কালি দিয়ে মাখা।
সেদিন রাতে রাস্তা দিয়ে
যাওয়ার সময় দেখি,
সেই কাহিনী বাসায় গিয়ে
কলম দিয়ে লেখি।
রাস্তা দিয়ে যেতেই দোকানে
দেখি ফুলের মালা
তিন টাকার কলম চাইলে
দিলো গালি ‘শালা’।
খাতায় পরে লিখালাম কলা
কিনলাম এক ফালি।
বাজারেতে আর পেলাম ডিম
পঞ্চাশ টাকা হালি।
লেখনী:- আব্দুল কাদের।
ছবি:- ফজলে রাব্বি আকিব।
Facebook Comments