বিশিষ্ট বীণাকার ও কণ্ঠশিল্পী দবির খাঁ এর মৃত্যুবার্ষিকী আজ

দবির খাঁ বিশ শতকের একজন বীণাকার ও কণ্ঠশিল্পী ছিলেন। তিনি কিংবদন্তি বীণা বাদক উজির খানের নাতি ছিলেন।

ভারতীয় সংগীতকে এক উচ্চ মর্যাদায় আসীন করে তুলবার ক্ষেত্রে যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন তাদের মধ্যে অন্যতম প্রধান একজন ব্যক্তিত্ব ছিলেন দবির খাঁ।

বীণা বাদক হিসেবে দবির খাঁ ছিলেন অনবদ্য একজন কিংবদন্তি। বীণা হচ্ছে সপ্ততারযুক্ত বাদ্যযন্ত্রবিশেষ। একই সঙ্গে বিদ্যার দেবী সরস্বতীর হাতেও এই বাদ্যযন্ত্রটি আমরা দেখতে পেয়ে থাকি।

দবির খাঁ তার পিতামহ উজির খানের কাছ থেকে বীণা শিখেছিলেন।

তিনি নিখিল ভারত রেডিও কলকাতায় নিযুক্ত ছিলেন এবং উনিশশো উনসত্তর সালে তিনি সংগীত নাটক আকাদেমি পুরষ্কারে ভূষিত হন।

দবির খানের ছাত্রদের মধ্যে কে.সি. দে, পণ্ডিত সন্তোষ বন্দ্যোপাধ্যায় (পূর্বে যন্ত্রসঙ্গীত বিভাগের প্রধান, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা), অসিত দে (পারমাণবিক পদার্থবিজ্ঞানের সাহা ইনস্টিটিউট, কলকাতার থিওরি বিভাগের প্রধান) এবং মান্না দে ছিলেন অন্যতম।।

দবির খান উনিশশো পাঁচ সালে রামপুর রাজ্যে বর্তমান রামপুর জেলা উত্তর প্রদেশ রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন।

উনিশশো বাহাত্তর সালের আজকের এই দিনটিতে অর্থাৎ নয় জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।

আজ তার মৃত্যুবার্ষিকীতে লোকজ সাংস্কৃতিক সংগঠন এর সকল স্তরের সদস্য দায়িত্বশীল এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দের পক্ষ থেকে তাকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং অজস্র ভালোবাসা।

তারিখঃ- ৯/১/২০২১ ইং।

Facebook Comments