বিশিষ্ট সাহিত্যিক শংকর এর জন্মবার্ষিকী আজ

শংকর ছিলেন একজন বাঙালি লেখক। তার আসল নাম মণিশংকর মুখোপাধ্যায়। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হল চৌরঙ্গী, সীমাবদ্ধ এবং জন অরণ্য। এই তিনটি বই নিয়ে চলচ্চিত্রও নির্মিত হয়েছে। দুইহাজার ষোল সালে তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট সম্মানে ভূষিত হন।

শংকর উনিশশো তেত্রিশ সালের আজকের এই দিনটিতে অর্থাৎ সাতই ডিসেম্বর যশোরের বনগ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

তার প্রথম বই প্রকাশিত হয় উনিশশো পঞ্চান্ন সালে।অল্প বয়সে কত অজানারে বইটি লিখে জনপ্রিয়তা লাভ করেন।

বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায় তার সীমাবদ্ধ এবং জন অরণ্য উপন্যাসের কাহিনী অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেছেন। তার চৌরঙ্গী উপন্যাস অবলম্বনেও চলচ্চিত্র নির্মিত হয়েছে। এতে মুখ্য চরিত্র স্যাটা বোসের ভূমিকায় অভিনয় করেছেন উত্তম কুমার।

সেই প্রসঙ্গে শংকর বললেন ‘সত্যজিৎই আমাকে সকলের কাছে পৌঁছে দিয়েছে, ছড়িয়ে দিয়েছে।

দুইহাজার বারো সাল পর্যন্ত চৌরঙ্গী উপন্যাসের একশো এগারোতম সংস্করণ প্রকাশিত হয়েছে।

দুইহাজার উনিশ সালে সালে তাকে এক বছরের জন্য কলকাতার শেরিফ পদে মনোনয়ন দেওয়া হয়।
পরের বছর অর্থাৎ দুইহাজার বিশ সালে তার একা একা একাশি বইটির জন্য তিনি অর্জন করেন সাহিত্য অকাদেমি পুরষ্কার।

আজ তার জন্মবার্ষিকীতে লোকজ সাংস্কৃতিক সংগঠনের সকল সদস্য, দায়িত্বশীল এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দের পক্ষ থেকে জানাচ্ছি অজস্র ভালোবাসা।

তারিখঃ- ৭/১২/২০২১ ইং।

Facebook Comments