গোলাম রহমান ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট শিশু সাহিত্যিক এবং সাংবাদিক। শিশু সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি উনিশশো উনসত্তর সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
গোলাম রহমান উনিশশো একত্রিশ সালের আঠাশে নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন।
তিনি শিশুদের জন্য একাধারে উপন্যাস, গল্প, কবিতা প্রভৃতি যেমন রচনা করেছেন তেমনি সকল বয়সীদের জন্য লিখেছেন ছোট গল্প, নাটক, আত্মজীবনী। তার লেখা অতি পরিচিত কিছু গ্রন্থের মধ্যে রয়েছে রকমফের, পানুর পাঠশালা, বাড়ি নিয়ে বাড়াবাড়ি, আজব দেশে এলিস, বুদ্ধির ঢেঁকি, চকমকি, জ্যান্ত ছবির ভোজবাজি, রুশ দেশের রূপকথা, ঈশপের গল্প, নেতা ও রাণী, আমাদের বীর সংগ্রামী, জীবনের বিচিত্রা, চেনামুখ (নাটক) প্রভৃতি।
বাংলা একাডেমী থেকে শহীদ বুদ্ধিজীবী প্রকল্পের অধীনে ‘গোলাম রহমান রচনাবলী’ (চার খণ্ডে) প্রকাশিত হয়েছে।
উনিশশো বাহাত্তর সালের আজকের এই দিনটিতে অর্থাৎ বারোই জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।
আজ তার মৃত্যুবার্ষিকীতে লোকজ সাংস্কৃতিক সংগঠনের সকল সদস্য, দায়িত্বশীল এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দের পক্ষ থেকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা এবং অজস্র ভালোবাসা।
তারিখঃ- ১২/১/২০২১ ইং।