‘কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই’- কালজয়ী বাংলা গানগুলোর মধ্যে অন্যতম এটি। যেটা প্রজন্মের পর প্রজন্ম যেন সকলেরই হৃদয়ে স্থান করে নিয়েছে।
অথবা ‘পেয়ার হুয়া ইকরার হুয়া’ সহ বিভিন্ন ভাষার বহুল জনপ্রিয় অসংখ্য গান যিনি গেয়েছেন তিনি হলেন ভারতীয় সংগীত জগতের এক উজ্জ্বলতম ব্যক্তিত্ব সংগীত শিল্পী মান্না দে।
বাবা পূর্ণচন্দ্র দে আর মা মহামায়া দের সন্তান মান্না দের জন্ম উনিশশো উনিশ পয়লা মে।
তাঁর আসল নাম প্রবোধ চন্দ্র দে। পড়াশোনা কলকাতার স্কটিশ চার্চ কলেজ আর বিদ্যাসাগর কলেজে।
দীর্ঘ সংগীত জীবনে সাড়ে তিন হাজারেরও বেশি গান রয়েছে তার ঝুলিতে। সর্বকালের সেরা গায়ক হিসেবেই তিনি সকলের মনে নিজের জায়গা করে নিয়েছেন
প্রায় সাত দশকের সঙ্গীতজীবনে মান্না দে বাংলা ছাড়াও বিভিন্ন ভারতীয় ভাষায় প্রায় সাড়ে তিন হাজার গান গেয়েছেন। এর মধ্যে যেমন রয়েছে অসংখ্য সিনেমার গান তেমনই রয়েছে ধ্রুপদী সঙ্গীত আধুনিক গান রবীন্দ্রসঙ্গীত আর নজরুলগীতি।
উস্তাদ দবির খানের কাছে শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিয়েছেন তিনি। পরবর্তীতে যখন সিনেমায় প্লেব্যাক গাইছেন তখনও উস্তাদ আমান আলি খান ও উস্তাদ রহমান খানের কাছে গান শিখেছেন।
কাকা কৃষ্ণচন্দ্র দে-র সঙ্গে গান গাওয়ার জন্য মান্না দে মুম্বইতে পাড়ি দেন উনিশশো বিয়াল্লিশ সালে। কিছুকাল পরই সিনেসায় প্লেব্যাকের সুযোগ পান। তামান্না ছবিতে সুরাইয়ার সাথে দ্বৈতকণ্ঠে ‘জাগো এয় ঊষা’ গানটি প্লেব্যাকে তার প্রথম গান। তবে হিন্দি সিনেমায় তার প্রথম একক হিট গান উনিশশো তেতাল্লিশ সালে ‘উপর গগন বিশাল’।
শচীন দেব বর্মণ এবং অন্যন্য সঙ্গীত পরিচালকদের সুরে চল্লিশ পঞ্চাশ এবং ষাট এর দশকে প্রচুর কালজয়ী সিনেমার গান উপহার দিয়েছেন তিনি।
উনিশশো তিপান্ন সালে ‘কতদূরে আর নিয়ে যাবে বলো’ গানটি তার রেকর্ড করা প্রথম বাংলা গান। ষাট এর দশক থেকে বাংলা সিনেমায় প্লেব্যাকেও তিনি ছিলেন অন্যতম শীর্ষস্থানীয় কণ্ঠশিল্পী।
বাংলা আর হিন্দী ছাড়াও অসমীয়া, মারাঠি, মালয়ালম, কন্নড় প্রভৃতি ভাষাতেও প্রচুর গান গেয়েছেন মান্না দে। আর সব ভাষাভাষী মানুষের কাছেই জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। পেয়েছেন দেশ বিদেশের অজস্র পুরস্কার।
ভারত সরকার তাঁকে সম্মানিত করেছে চলচ্চিত্র ক্ষেত্রের জন্য সর্বোচ্চ পুরস্কার দাদাসাহেব ফালকে পুরস্কারে। তার আগে পদ্মশ্রী এবং পদ্মভূষণ সম্মাননাও পেয়েছেন মান্না দে।
হিন্দি সিনেমায় মান্না দে’র কণ্ঠে শ্রী চারশো বিশ ছবির ‘পেয়ার হুয়া ইকরার হুয়া’, ওয়াক্ত ছায়াছবির ‘এয় মেরি জোহরা জবি’, পড়োসান ছবির ‘এক চতুরনার’-এর মতো কালজয়ী গান এখনও মানুষের মুখে মুখে ফেরে।
একই সঙ্গে মান্না দের গাওয়া বাংলা গানের তালিকাও সুদীর্ঘ। জনপ্রিয়তার শীর্ষে থাকা কয়েকটি বাংলা গানের মধ্যে রয়েছে কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, এই কুলে আমি, সেই তো আবার কাছে এলে, ললিতা, ওকে আজ চলে যেতে বল না, আমার ভালবাসার রাজপ্রাসাদে, যখন কেউ আমাকে পাগল বলে, আমি যামিনী তুমি শশী হে, কাহারবা নয় দাদরা বাজাও, শাওন রাতে যদি, আমি শ্রী শ্রী ভজহরি মান্না, আমার ভালবাসার রাজপ্রাসাদে, আমি যে জলসাঘরে।
সঙ্গীত সমালোচকরা বলে থাকেন মান্না দের বিভিন্ন ধরণের নানা আঙ্গিকের গান গাওয়ার সহজাত প্রতিভার কারণেই জনপ্রিয়তম সঙ্গীত শিল্পীদের মধ্যে অন্যতম হয়ে উঠেছিলেন তিনি।
যে কারণে মহম্মদ রফি, মুকেশ বা কিশোর কুমারদের সঙ্গে একই পংক্তিতে উচ্চারিত হয় মান্না দে’র নাম।
দুইহাজার তেরো সালের আজকের এই দিনটিতে অর্থাৎ চব্বিশে অক্টোবর মারা যান প্রখ্যাত সংগীত প্রতিভা মান্না দে। জীবনদীপ নিভে গেছে তার কিন্তু মানুষের হৃদয়ে অমলিন হয়ে রয়েছেন মান্না দে।
আজ তার মৃত্যুবার্ষিকীতে লোকজ সাংস্কৃতিক সংগঠনের সকল সদস্য দায়িত্বশীল এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দের পক্ষ থেকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা এবং অজস্র ভালোবাসা।
তারিখঃ- ২৪/১০/২০২১ ইং।