স্বনামধন্য সাংবাদিক, শিশুসাহিত্যিক ও বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ মোদাব্বেরের মৃত্যুবার্ষিকী আজ

মোহাম্মদ মোদাব্বের ছিলেন একজন স্বনামধন্য সাংবাদিক, শিশুসাহিত্যিক ও বিশিষ্ট সমাজ সেবক।

তিনি উনিশশো আট সালের ছয় অক্টোবর পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণা জেলার, বশিরহাট মহকুমার হাড়োয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

উনিশশো বাইশ সালে স্যার আর.এন. মুখার্জী বিদ্যালয় থেকে প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন।

তিনি উনিশশো আটাশ থেকে উনিশশো বত্রিশ সাল পর্যন্ত সাপ্তাহিক ও দৈনিক দ্যা মুসলমান পত্রিকায় সাংবাদিকতা করেন। উনিশশো তেত্রিশ সালে নেতাজী সুভাষচন্দ্র বসুর ফরওয়ার্ড পত্রিকায় কাজ করেন।

উনিশশো পঁয়ত্রিশ সালে সাপ্তাহিক মোহাম্মাদী তে যোগদান করেন এবং পরের বছর অর্থাৎ উনিশশো ছত্রিশ সালে দৈনিক আজাদ পত্রিকায় বার্তা সম্পাদক নিযুক্ত হন। উনিশশো আটচল্লিশ সালে দৈনিক ইত্তেহাদে যোগদান করেন।

উনিশশো উনপঞ্চাশ সালের পনেরোই আগস্ট তিনি ঢাকায় নিজের সম্পাদনায় তিনি পাকিস্তান নামে একটি অর্ধ সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। এটি উনিশশো পঁয়ষট্টি সাল পর্যন্ত তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়েছিলো। উনিশশো একান্ন সালের ডিসেম্বরে দৈনিক মিল্লাত প্রকাশিত হলে তিনি তাঁর প্রধান সম্পাদক নিযুক্ত হন।

এছাড়া উনিশশো আটান্ন সালে তিনি পাকিস্তান রেডক্রস পরিচালিত মাসিক জুনিয়র রেডক্রস পত্রিকার সম্পাদক নিযুক্ত হন। তিনি ছিলেন ঢাকা থেকে প্রকাশিত মাসিক মুকুলের সম্পাদক মন্ডলীর সদস্য।

তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থের সংখ্যা নেহাৎ কম নয়। তার রচিত উল্লেখযোগ্য শিশুসাহিত্যের মধ্যে রয়েছে হীরের ফুল, তাকডুমাডুম, মিসেস লতা সান্যাল ও আরও অনেকে, কিসসা শুনো, গল্প শুনো, ডানপিটের দল প্রভৃতি।

এছাড়াও ভ্রমণ কাহীনির মধ্যে রয়েছে জাপান ঘুরে এলাম, প্রবাল দ্বীপে।

স্মৃতি কথা রয়েছে সাংবাদিকের রোজনামচা। এছাড়াও রয়েছে জীবনী, আনলো যারা জীয়ন কাঠি।

এমনকি রয়েছে সাধারন জ্ঞান বিষয়ক গ্রন্থ সন্ধানী আলো।

উনিশশো পঁয়ষট্টি সালে তিনি শিশুসাহিত্যে বাংলা একাডেমী পুরস্কার। এছাড়াও উনিশশো উনআশি সালে একুশে পদকও অর্জন করেন।

উনিশশো চুরাশি সালের আজকের এই দিনটিতে অর্থাৎ একুশে এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।

আজ তার মৃত্যুবার্ষিকীতে লোকজ সাংস্কৃতিক সংগঠনের সকল সদস্য, দায়িত্বশীল এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দের পক্ষ থেকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা এবং অজস্র ভালোবাসা।

তারিখঃ- ২১/৪/২০২১ ইং।

Facebook Comments