বাংলাদেশী সমসাময়িক কবি, গায়ক এবং চিত্রশিল্পী কফিল আহমেদের জন্মবার্ষিকী আজ

কফিল আহমেদ হচ্ছেন একজন বাংলাদেশী সমসাময়িক কবি, গায়ক এবং চিত্রশিল্পী। তিনি গণসঙ্গীতের গায়ক হিসেবে প্রসিদ্ধ। এছাড়া তিনি জলরঙ এবং আক্রিলিকে চিত্রাঙ্কনের মাধ্যমে তার দক্ষতার ছাপ রেখেছেন।

উনিশশো বাষট্টি সালের আজকের এই দিনটিতে অর্থাৎ পহেলা সেপ্টেম্বর কফিল আহমেদ বাংলাদেশের কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। উনিশশো সপ্তাশী সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি লাভ করেন।

বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন কফিলের প্রথম কবিতার বই “জাংশন” প্রকাশিত হয়। উনিশশো সপ্তাশী সালে বইটি বৃন্তক পাবলিশার্স থেকে প্রকাশিত হয়।
কফিল স্ব-উদ্যোগে সঙ্গীত শিখেন এবং তার সঙ্গীতকর্মের যাত্রা শুরু হয় উনিশ নব্বইয়ের দশকের শুরুর দিকে।

উনিশশো নব্বই সালে তিনি একটি সঙ্গীত দলের সাথে “হাজার বছরের বাংলা গান” অনুষ্ঠানের আয়োজন করেন। এই অনুষ্ঠানে লালনগীতি ও চর্যাগীতির গান ব্যবহার করেন।

পরে তারা একই ধাঁচের গান রচনা করতে থাকেন এবং দেশের বিভিন্ন স্থানে গণমানুষের সামনে এইসব গানের সরাসরি উপস্থাপনা করতে থাকেন। দুইহাজার দুই সালে কফিলের প্রথম গানের সংকলন প্রকাশিত হয়।

সঙ্গীতের পাশাপাশি কফিল চিত্রাঙ্কনেও দক্ষ। উনিশ আশির দশক থেকে চিত্রশিল্পী হিসেবে তার কাজ বেশ কিছু বই এবং ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। জলরঙ এবং আক্রিলিকে তার কাজকে বাংলাদেশের আধুনিক চিত্রকলায় নতুন দিগন্তের সূচনা করেছে।

আজ তার জন্মবার্ষিকীতে লোকজ সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জানাচ্ছি জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং অজস্র ভালোবাসা।

তারিখঃ- ১/৯/২০২১ ইং।

Facebook Comments