তার প্রত্যেকটি ছবিই স্বতন্ত্র,অনবদ্য।উনিশশো চুরানব্বই থেকে দুইহাজার তেরো, মাত্র উনিশ বছরের মধ্যেই তিনি তার মেধা এবং প্রতিভার অনন্য সাক্ষ্যর রাখলেন উনিশটি চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে।
সেই উনিশটি ছবির মধ্যে বারোটি জাতীয় পুরষ্কার জয় করেছিল। সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক পরবর্তী বাংলা সিনেমার নতুন এক ধারা তৈরি করেছিলেন তিনি।
বলছি কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষের কথা। উনিশশো তেষট্টি সালের আজকের এই দিনটিতে অর্থাৎ একত্রিশে আগষ্ট কলকাতায় তিনি জন্মগ্রহণ করেছিলেন।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ছাত্র ঋতুপর্ণ ঘোষের কর্মজীবন শুরু হয়েছিল একটি বিজ্ঞাপন সংস্থার ক্রিয়েটিভ আর্টিস্ট হিসেবে।
উনিশশো বিরানব্বই সালে মুক্তি পায় তাঁর প্রথম ছবি হিরের আংটি। দ্বিতীয় ছবি উনিশে এপ্রিল মুক্তি পায় উনিশশো চুরানব্বই সালে।
এই ছবির জন্য তিনি শ্রেষ্ঠ কাহিনিচিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
এরপর একে একে শুভ মহরত রেইনকোট অন্তরমহল দ্য লাস্ট লিয়ার খেলা সব চরিত্র কাল্পনিক আবহমান নৌকাডুবি মেমোরিজ ইন মার্চ চিত্রাঙ্গদা জীবনস্মৃতি ছবি পরিচালনার মধ্য দিয়ে নিজেকে কিংবদন্তি পরিচালক হিসেবে প্রতিষ্ঠা করেন।
অমিতাভ বচ্চন মনীষা কৈরালা ঐশ্বরিয়া রায় বচ্চন জ্যাকি শ্রফ সোহা আলী খান রাখি গুলজার রাইমা সেন রিয়া সেন শর্মিলা ঠাকুর নন্দিতা দাস প্রীতি জিনতা অর্জুন রামপাল যীশু সেনগুপ্ত দীপংকর দে বা মমতা শংকরের মতো অভিনয়শিল্পীরা এসব ছবিতে দুর্দান্ত অভিনয় করেছেন।
এই ছবিগুলো ঋতুপর্ণ ঘোষকে এনে দিয়েছে বারোটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
তা ছাড়া বার্লিন লোকার্নো শিকাগো বুসান বোম্বে প্রভৃতি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে একাধিক আন্তর্জাতিক পুরস্কারসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন গুণী এই নির্মাতা।
সিনেমা পরিচালনা ছাড়াও ঋতুপর্ণ ঘোষ প্রথম অভিনয় করেন ওড়িয়া ছবি কথা দেইথিল্লি মা কু’তে। হিমাংশু পারিজা পরিচালিত এই ছবিটি মুক্তি পায় দুইহাজার তিন সালে।
দুইহাজার এগারো সালে তিনি কৌশিক গঙ্গোপাধ্যায়ের আরেকটি প্রেমের গল্প এবং সঞ্জয় নাগের মেমোরিজ ইন মার্চ ছবিতে অভিনয় করেন।
এ ছাড়া তাঁর পরিচালিত ও মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি চিত্রাঙ্গদাতেও তিনি অভিনয় করেন।
মাত্র উনপঞ্চাশ বছর বয়সে দুইহাজার তেরো সালের ত্রিশে মে তিনি মৃত্যুবরণ করেন।
আজ তার জন্মবার্ষিকীতে লোকজ সাংস্কৃতিক সংগঠনের সকল সদস্য দায়িত্বশীল এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দের পক্ষ থেকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা এবং অজস্র ভালোবাসা।
তারিখঃ- ৩১/৮/২০২১ ইং।