বাংলার প্রসিদ্ধ কবি, ছোটগল্পকার ও প্রাবন্ধিক। বাংলা সাহিত্যে হালকা হাস্যরসের সাথে পরিমিত তিক্তরস মিশ্রণের পারঙ্গম স্রষ্টা তিনি।
বাংলাদেশের টাঙ্গাইল জেলায় উনিশশো ছত্রিশ সালের আজকের এই দিনটিতে অর্থাৎ সতেরোই নভেম্বর তারাপদ রায় জন্মগ্রহণ করেন। মৌলানা আজাদ কলেজ থেকে পড়াশোনা করে কলকাতা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে স্নাতক ডিগ্রী লাভ করেন।
বাল্য অবস্থা থেকেই কবিতা রচনা করে গেছেন তিনি। তার প্রথম কবিতার বই ‘তোমার প্রতিমা’ প্রকাশিত হয় উনিশশো ষাট সালে।
তার প্রকাশিত কবিতা সহস্রাধিক। কবিতার পাশাপাশি লিখতেন রম্যরচনা তাছাড়াও লিখেছেন অজস্র সঙ্গে গল্প, ছোট উপন্যাস ও শিশু সাহিত্য। বাংলা সাহিত্যে সার্থক রম্যরচয়িতাদের মধ্যে পাঠক পাঠিকাদের মধ্যে তিনি ভালো ভাবেই জনপ্রিয় ছিলেন। তিনি ‘নক্ষত্র রায়’ এবং ‘গ্রন্থকীট’ ছদ্মনামেও লিখতেন। সরকারি অতিথি হয়ে ঘুরেছেন ইংল্যান্ড, আমেরিকা সহ বহু দেশে।
উল্লেখযোগ্য রচনাসমূহের মধ্যে রয়েছে
ক খ গ ঘ, কাণ্ডজ্ঞান, বিদ্যাবুদ্ধি, জ্ঞানগম্যি, বুদ্ধিশুদ্ধি, শোধবোধ, জলভাত, এবং গঙ্গারাম, পটললাল, সর্বাণী এবং, বলা বাহুল্য, বালিশ, কী খবর, ধারদেনা, ঘুষ, রস ও রমণী, শেষমেষ, সরসী, জলাঞ্জলি, সন্দেহজনক, বাঁচাবার, স্ত্রী রত্ন, মেলামেশা, মারাত্মক, ভদ্রলোক, বানরেরা মানুষ হচ্ছে, ডোডো তাতাই পালাকাহিনী, ছাড়াবাড়ী পোড়াবাড়ী, টমটমপুরের গল্প, দুই মাতালের গল্প ও অন্যান্য, ভাগাভাগি, সর্বনাশ, রম্যরচনা প্রভৃতি।
তার উল্লেখযোগ্য কবিতার বই এর মধ্যে রয়েছে তোমার প্রতিমা, ছিলাম ভালবাসার নীল পতাকাতে স্বাধীন, কোথায় যাচ্ছেন তারাপদবাবু, নীল দিগন্তে এখন ম্যাজিক, পাতা ও পাখিদের আলোচনা, ভালোবাসার কবিতা, দারিদ্র্যরেখা, দুর্ভিক্ষের কবিতা,
জলের মত কবিতা, দিন আপনি দিন খাই, টিউবশিশুর বাবা, ভালো আছো গরীব মানুষ, কবি ও পরশিনী প্রভৃতি।
কবিতা লিখেছেন নাবালক বয়স থেকে। অদ্যাবধি প্রকাশিত কবিতার সংখ্যা সহস্রাধিক। সম্পাদনা করেছেন ‘পূর্বমেঘ’ ও কয়েকজন নামের দুটি লিটল ম্যাগাজিন। কবিতার পাশাপাশি রম্যরচনা লিখেছেন অজস্র, সঙ্গে গল্প, ছোট উপন্যাস, শিশুসাহিত্য।
উনিশশো পঁচানব্বই তারাপদ রায় শিরোমণি পুরস্কার ও কথা পুরস্কার এ ভূষিত হয়েছেন।
দুইহাজার সাত সালের পঁচিশে আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।
আজ তার জন্মবার্ষিকীতে লোকজ সাংস্কৃতিক সংগঠনের সকল সদস্য দায়িত্বশীল এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দের পক্ষ থেকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা এবং অজস্র ভালোবাসা।
তারিখঃ- ১৭/১১/২০২১ ইং।