‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’ মান্না দের গাওয়া তাঁর লেখা দুইহাজার চার সালে বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশটি বাংলা গানে ঠাঁই পেয়েছে।
বলছি বাংলা আধুনিক ও চলচ্চিত্র সংগীতের বিশিষ্ট গীতিকার ও সুরকার গৌরীপ্রসন্ন মজুমদারের কথা। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ জুড়ে বাংলা ছায়াছবি ও আধুনিক গানের জগতকে যাঁরা প্রেমাবেগ-উষ্ণ রেখেছিলেন তিনি তাঁদের একজন। গীত রচনায় তাঁর বৈশিষ্ট্য শব্দচয়নে।
পাবনা জেলার ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামে গৌরীপ্রসন্ন মজুমদার উনিশশো চব্বিশ সালের আজকের এই দিনটিতে অর্থাৎ পাঁচ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। বাচ্চু’ ছিল তার ডাক নাম।
তার রচিত জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে মাগো, ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে,বাঁশি শুনে আর কাজ নাই সে যে ডাকাতিয়া বাঁশি, ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যায়, এ কী বন্ধনে জড়ালে গো বন্ধু, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি কে তুমি আমায় ডাকো, এই পথ যদি না শেষ হয়, আমার স্বপ্নে দেখা রাজকন্যা, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রণি… প্রভৃতি।
মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে দুইহাজার বারো সালে “মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা” জানানো হয়।
উনিশশো ছিয়াশি সালের বিশে আগস্ট কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন।
আজ তার জন্মবার্ষিকীতে লোকজ সাংস্কৃতিক সংগঠনের সকল সদস্য, দায়িত্বশীল এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দের পক্ষ থেকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা এবং অজস্র ভালোবাসা।
তারিখঃ- ৫/১২/২০২১ ইং।