জনপ্রিয় বাঙালী টেলিভিশন ও সিনেমা অভিনেতা বিভু ভট্টাচার্যের জন্মবার্ষিকী আজ

বিভু ভট্টাচার্য ছিলেন একজন ভারতীয় বাঙালী টেলিভিশন ও সিনেমা অভিনেতা। তিনি ব্রিটিশ ভারতের ঝাড়খন্ডের ঝারিয়ায় উনিশশো চুয়াল্লিশ সালের আজকের এই দিনটিতে অর্থাৎ সতেরোই অক্টোবর জন্মগ্রহণ করেন।

উনিশশো আটানব্বই সালে তিনি সুখ্যাতি ও পরিচিতি লাভ করেন সন্দীপ রায়ের চলচ্চিত্র ফেলুদা সিনেমায় জটায়ুর ভূমিকায় অভিনয়ের জন্য। এই ছবির নির্মাতা সন্দ্বীপ রায়, যা নির্মিত হয় তার পিতা সত্যজিত রায়ের ফেলুদা গল্প অনুসারে।

তিনি প্রথম অভিনয় করেন উত্তম কুমার অভিনীয় “মারইয়াদা” সিনেমায়। তাকে মাস্টার বিভু নামে ডাকা হত। তিনি তখন বাংলা চলচ্চিত্রে সবচেয়ে বিখ্যাত শিশু শিল্পীগুলোর মধ্যে অন্যতম ছিলেন এবং জহর গঙ্গোপাধ্যায় এবং ছবি বিশ্বাসের মতন সুপরিচিত শিশু শিল্পী ছিলেন।

তিনি “প্রহ্লাদ” সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেন। তার অন্যান্য সিনেমাগুলোর মধ্যে বিন্দুর ছেলে, রাণী রাশমণী, দুই বোন অন্যতম। তিনি বড় হয়ে উঠার পর, তিনি শিশু শিল্পী রইলেন না, তাই তার সিনেমায় অভিনয় করার প্রস্তাব আসা কমে গেল। শিশু শিল্পী হিসেবে তার অভিনীত শেষ সিনেমা সাগর সঙ্গমে।

তারপর তিনি প্রায় আটত্রিশ বছর কোন সিনেমায় অভিনয় করেন নি। এই সময়ে, তিনি নিজেকে টেলিভিশন নাটক ও থিয়েটারে ব্যস্ত রাখেন।

উনিশশো আটানব্বই সালে বিভু ভট্টাচার্য তার স্বপ্নের চরিত্র “জটায়ু” খুজে পান। জটায়ু চরিত্রে তার অভিনীত প্রথম সিনেমা বোম্বাইয়ের বোম্বেটে এবং জটায়ু চরিত্রে তিনি কৈলাশে কেলেঙ্কারী, টিনটোরেটোর যীশু এবং গোরস্থানে সাবধান এ অভিনয় করেন।

তার কিংবদন্তিতুল্য অভিনয় জটায়ু চরিত্রকে জীবন্ত করে তুলে। ফলে সবাই এমনকি সিনেমার পরিচালক সন্দ্বীপ রায়, তাকে এই চরিত্রের উপযুক্ত ব্যক্তি হিসেবে বিবেচনা করেন। মৃত্যুর আগেরদিন তিনি ফেলুদা সিনেমা “রয়েল বেঙ্গল রহস্য” সিনেমার ডাবিং শেষ করেন।

দুইহাজার এগারো সালের বাইশে সেপ্টেম্বর তিনি কলকাতায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

আজ তার জন্মবার্ষিকীতে লোকজ সাংস্কৃতিক সংগঠনের সকল সদস্য, দায়িত্বশীল এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দের পক্ষ থেকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা এবং অজস্র ভালোবাসা।

তারিখঃ- ১৭/১০/২০২১ ইং।

Facebook Comments