প্রখ্যাত চিত্রশিল্পী এবং মুক্তিযোদ্ধা একে এম আবদুর রউফের একুশতম মৃত্যুবার্ষিকী আজ

প্রখ্যাত শিল্পী বাংলাদেশ সংবিধানের লিপিকার, মুক্তিযোদ্ধা বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশের পতাকার রূপকার, মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্য থেকে প্রকাশিত বাংলাদেশ সংবাদ পরিক্রমার সম্পাদক ও প্রকাশক বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রতিষ্ঠাতা কিউরেটর ও সাবেক সচিব একে এম আবদুর রউফের একুশতম মৃত্যুবার্ষিকী আজ।

তিনি ছিলেন একজন চিত্রশিল্পী এবং মুক্তিযোদ্ধা। তিনি বাংলাদেশের প্রথম সংবিধানের হস্তলেখক এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রতিষ্ঠাতা কিউরেটর।

উনিশশো পঁয়ত্রিশ সালের পনেরো ডিসেম্বর বাংলাদেশ খুলনা জেলায় তিনি জন্মগ্রহণ করেন।

তিনি পূর্ব পাকিস্তানের সিভিল সার্ভিস ক্যাডার হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। তিনি উনিশশো বাহাত্তর সালে রচিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সংবিধানের হস্তলেখক। তিনি বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রতিষ্ঠাতা-কিউরেটরের দায়িত্ব পালন করেন এবং তাঁর দায়িত্ব পালনকালে রউফ পুরনো চলচ্চিত্রের পু্ঁথি ও প্রিন্টসমূহ সংগ্রহ করেন।

তাঁর সংগ্রহের মধ্যে রয়েছে মুখ ও মুখোশ ছবির প্রিন্ট, ঢাকায় নির্মিত প্রথম নির্বাক চলচ্চিত্র দ্য লাস্ট কিস ছবির আলোকচিত্র, কাজী নজরুল ইসলাম পরিচালিত ধ্রুব ছবির প্রিন্ট, প্রমথেশ বড়ুয়ার দেবদাস ছবির প্রিন্ট এবং উপমহাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্র রাজা হরিশচন্দ্র ছবির প্রিন্ট।

রউফ বইয়ের প্রচ্ছদের নকশাকারও ছিলেন। তিনি প্রায় দুইহাজার আটশো বইয়ের প্রচ্ছদের নকশা করেন।

শিল্পকলায় তাঁর অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০১০ সালে মরণোত্তর একুশে পদক এবং ২০১৬ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।

এ ছাড়া তিনি চিত্রশিল্পী হিসেবে যুক্তরাজ্য থেকে কুইন্স মাদার অ্যাওয়ার্ড, রাষ্ট্রপতির স্বর্ণপদক,বেগম রোকেয়া শিখা পদক, বাংলাদেশ আর্টিস্ট পরিষদ পদক ও জয়নুল আবেদিন স্মৃতি পদকও অর্জন করেন।

একে এম আব্দুর রউফ দুইহাজার সালের আজকের এই দিনটিতে অর্থাৎ পহেলা এপ্রিল মৃত্যুবরণ করেন।
তাঁর মৃত্যুবার্ষিকীতে লোকজ সাংস্কৃতিক সংগঠনের সকল সদস্য দায়িত্বশীল এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দের পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং অজস্র ভালোবাসা।

তারিখ:- ০১/০৪/২০২১ ইংরেজি

Facebook Comments