আজ মহাকবি কায়কোবাদের জন্মবার্ষিকী

বাংলা আমার মাতৃভাষা
বাংলা জন্মভূমি।
গঙ্গা পদ্মা যাচ্ছে ব’য়ে,
যাহার চরণ চুমি।
ব্রহ্মপুত্র গেয়ে বেড়ায়,
যাহার পূণ্য-গাথা!
সেই-সে আমার জন্মভূমি,
সেই সে আমার মাতা!

কবিতাঃ-বঙ্গভূমি ও বঙ্গভাষা
——মহাকবি কায়কোবাদ

তাঁর কাব্যসাধনার মূল উদ্দেশ্য ছিল পশ্চাৎপদ বাঙালি মুসলমান সম্প্রদায়কে তাদের অতীত ঐতিহ্য সম্পর্কে সচেতন এবং তা পুনরুদ্ধারে উদ্বুদ্ধ করা। তিনি ছিলেন ধর্মীয় অসাম্প্রদায়িক চেতনার অধিকারী, যার প্রকাশ ঘটেছে তাঁর বিভিন্ন রচনায়। তিনি হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের ধর্মীয় বিষয় নিয়ে কাব্য রচনা করেছেন।

বলছি বাংলা কাব্য সাহিত্যে অসাধারণ অবদান রেখে যাওয়া ব্যাক্তিত্ব মহাকবি কায়কোবাদের কথা।

তিনি আঠারোশো সাতান্ন সালের আজকের এই দিনটিতে অর্থাৎ পঁচিশে মার্চ বর্তমানে বাংলাদেশের ঢাকা জেলার নবাবগঞ্জ থানার অধীনে আগলা-পূর্বপাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন।

তিনি বাংলা ভাষার উল্লেখযোগ্য কবি যাকে মহাকবিও বলা হয়। তাঁর প্রকৃত নাম কাজেম আল কোরায়শী।

মীর মশাররফ, কায়কোবাদ, মোজাম্মেল হকের মধ্যে কায়কোবাদই হচ্ছেন সর্বতোভাবে একজন কবি। কাব্যের আদর্শ ও প্রেরণা তাঁর মধ্যেই লীলাময় হয়ে ওঠে। সেজন্য একথা বেশ জোরের সঙ্গে বলা যায় যে কবি কায়কোবাদই হচ্ছেন আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি। তিনি বাঙালি মুসলিম কবিদের মধ্যে প্রথম সনেট রচয়িতা।

মুসলমান কবি রচিত জাতীয় আখ্যান কাব্যগুলোর মধ্যে সুপরিচিত মহাকবি কায়কোবাদ রচিত ‘মহাশ্মশান’ কাব্যটি। কায়কোবাদের মহাকবি নামের খ্যাতি এই মহাশ্মশান কাব্যের জন্যই।

বাংলা মহাকাব্যের অস্তোন্মুখ এবং গীতিকবিতার স্বর্ণযুগে মহাকবি কায়কোবাদ মুসলিমদের গৌরবময় ইতিহাস থেকে কাহিনী নিয়ে ‘মহাশ্মশান’ মহাকাব্য রচনা করে যে দুঃসাহসিকতা দেখিয়েছেন তা তাঁকে বাংলা সাহিত্যের গৌরবময় আসনে স্থান করে দিয়েছে।

সেই গৌরবের প্রকাশে উনিশশো বত্রিশ সালে বঙ্গীয় মুসলিম সাহিত্য সম্মেলনের মূল অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন কবি কায়কোবাদ। বাংলা কাব্য সাহিত্যে অবদানের জন্য উনিশশো পঁচিশ সালে নিখিল ভারত সাহিত্য সংঘ তাকে কাব্যভূষণ,বিদ্যাভূষণ ও সাহিত্যরত্ন উপাধিতে ভূষিত করেন।

তাঁর উল্লেখযোগ্য সৃষ্টির মধ্যে আরও রয়েছে শিব মন্দির,অমিয় ধারা, মহরম শরীফ ইত্যাদি কাব্যগ্রন্থ।

উনিশশো একান্ন সালের একুশে জুলাই চুরানব্বই বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন এবং আজিমপুর কবরস্থানে তিনি চিরশয্যায় শায়িত হন।

আজ মহাকবি কায়কোবাদের জন্মবার্ষিকী। লোকজ সাংস্কৃতিক সংগঠনের সকল সদস্য দায়িত্বশীল এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দের পক্ষ থেকে তার জন্মবার্ষিকীতে আমরা জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা এবং অজস্র ভালোবাসা।

তারিখ:- ২৫/৩/২০২১ ইংরেজি

Facebook Comments