লেখক জলধর সেনের জন্মবার্ষিকী আজ

জলধর সেন ছিলেন একজন বাঙালি ভ্রমণ কাহিনী, রম্যরচনা ও উপন্যাস লেখক ।

তৎকালীন নদিয়া জেলার কুমারখালিতে বর্তমানে বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় তাঁর নিবাস ছিল । আঠারোশো আশি সালের আজকের এই দিনে অর্থাৎ তেরোই মার্চ এই কুষ্টিয়ার কুমারখালি গ্রামেই তিনি জন্ম গ্রহণ করেন।

আঠারোশো আটাত্তর খ্রিষ্টাব্দে কুমারখালি থেকে তিনি এন্ট্রান্স পাস করেন এবং তারপর কলকাতার জেনারেল অ্যাসেমব্লিজ ইনস্টিটিউসনে এল.এ পর্যন্ত পড়েন । এরপর গোয়ালন্দ বিদ্যালয়ে, দেরাদুনে এবং মহিষাদলে কিছুদিন শিক্ষকতা করেন।

আঠারোশো একাশি সালে স্ত্রী, কন্যা ও মাতাকে হারিয়ে হিমালয়ে চলে যান।

তাঁর ভ্রমণবিষয়ক বইয়ের মধ্যে উল্লেখযোগ্য প্রবাসচিত্র, হিমালয়। তাঁর রচিত গল্পের বইয়ের মধ্যে উল্লেখযোগ্য নৈবেদ্য, কাঙ্গালের ঠাকুর, বড় মানুষ প্রভৃতি। তাঁর রচিত উপন্যাস হল দুঃখিনী, অভাগী, উৎস প্রভৃতি। তাঁর সম্পাদিত বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হরিনাথ গ্রন্থাবলী, ও প্রমথনাথের কাব্য গ্রন্থাবলী।

গ্রামবার্তা, সাপ্তাহিক বসুমতী, হিতবাদী, সুলভ সমাচার প্রভৃতি সাময়িক পত্রিকাতে তিনি সম্পাদক বা সহ-সম্পাদক হিসাবে যুক্ত ছিলেন। পরের দীর্ঘ ছাব্বিশ বছর তিনি ভারতবর্ষ মাসিক পত্রিকা সম্পাদনা করেন। তাঁর সাহিত্যকর্মের জন্য ব্রিটিশ সরকার ‘রায় বাহাদুর’ উপাধি দেয়।

তিনি উনিশশো উনচল্লিশ সালের পনেরোই মার্চ কলকাতায় মৃত্যুবরণ করেন।

আজ লেখকের জন্মবার্ষিকীতে লোকজ সাংস্কৃতিক সংগঠনের সকল সদস্য দায়িত্বশীল এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দের পক্ষ থেকে জানাচ্ছি অজস্র ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা।

তারিখ:- ১৩/৩/২০২১ ইংরেজি

Facebook Comments