চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন এর সম্মুখে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্য পরিবেষ্টিত স্থান বোটানিক্যাল পুকুরপাড়ে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে আয়োজন করা হয় ইফতার অনুষ্ঠানের।

লোকজ সাংস্কৃতিক সংগঠন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আজ ১৩/৫/২০১৯ইং রোজ সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন এর সম্মুখে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্য পরিবেষ্টিত স্থান বোটানিক্যাল পুকুরপাড়ে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে আয়োজন করা হয় ইফতার অনুষ্ঠানের। বিকাল সাড়ে ৫ টা থেকে আয়োজিত এই অনুষ্ঠানে ইফতার গ্রহণের পাশাপাশি চলে সাংগঠনিক বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে পারষ্পরিক মতামত প্রকাশ ও আলাপ আলোচনা। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সংগঠনের প্রত্যেক সদস্য প্রত্যেককেই আরও আপন করে নেয় রমজানের শিক্ষায়। নিজেদের মধ্যকার আন্তঃসম্পর্কগুলো আরও মজবুতভাবে ইতিবাচক প্রভাব ফেলবে সংগঠনের আগামী দিনের পথচলায়, এই প্রত্যাশা সংগঠনের সকলের।।।

Facebook Comments