২৬শে মার্চ। মহান স্বাধীনতা দিবসের এই দিনে গ্রাম বাংলার মানুষের জীবন-সংস্কৃতির প্রতিনিধিত্বকারী সংগঠন, গণমানুষের সংগঠন লোকজ সাংস্কৃতিক সংগঠন

২৬শে মার্চ। মহান স্বাধীনতা দিবসের এই দিনে গ্রাম বাংলার মানুষের জীবন-সংস্কৃতির প্রতিনিধিত্বকারী সংগঠন, গণমানুষের সংগঠন লোকজ সাংস্কৃতিক সংগঠন তার দিনটি শুরু করে মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার জন্য নিঃস্বার্থ আত্মত্যাগকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধাশীল প্রদানের মাধ্যমে। সংগঠনের দায়িত্বশীল এবং কর্মীবৃন্দ এদিন ভোর বেলা শ্রদ্ধাপূর্ণ র্যালি সহকারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাদুঘরের সামনে অবস্থিত স্মৃতিসৌধে এসে উপস্থিত হয়। অতঃপর সকলে সমবেত হয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে এবং স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ করে। এসময় উপস্থিত ছিলেন লোকজ সাংস্কৃতিক সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সন্মানিত সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সন্মানিত সহকারী প্রক্টর চারুকলা অনুষদের সন্মানিত শিক্ষক জনাব Pranab Mitra Chowdhury। তার দেওয়া বিভিন্ন দিক নির্দেশনা সংগঠনের সামনের দিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে সর্বদাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সংগঠন এরপর ঘরোয়া পরিবেশে পরিবেশন করে লোকগান এবং দেশাত্মবোধক গান। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠন তার সামনের দিনের ইতিবাচক সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার মধ্যে দিয়ে দেশের সর্বস্তরের সর্বসাধারণের মাঝে একটি সুস্থ সাংস্কৃতিক পরিবেশ তৈরি করতে দৃঢ় সংকল্পবদ্ধ।।

Facebook Comments