প্রথিতযশা বাঙালি কবি,সমাজকর্মী এবং নারীবাদী লেখিকা কামিনী রায়ের মৃত্যুবার্ষিকী আজ

আপনার লয়ে বিব্রত রহিতে
আসে নাই কেহ অবনী পরে
সকলের তরে সকলে আমরা,
প্রত‍্যেকে আমরা পরের তরে।

কবিতাঃ- সুখ
কবিঃ- কামিনী রায়।

কামিনী রায় ছিলেন একজন প্রথিতযশা বাঙালি কবি, সমাজকর্মী এবং নারীবাদী লেখিকা। তিনি তৎকালীন ব্রিটিশ ভারতের প্রথম মহিলা স্নাতক ডিগ্রীধারী ব্যক্তিত্ব।

আঠারোশো চৌষট্টি সালের বারোই অক্টোবর বরিশাল জেলার বাকেরগঞ্জের বাসন্ডা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা চন্ডীচরণ সেন ছিলেন একজন ঐতিহাসিক উপন্যাস লেখক।

কামিনী রায় ছোটবেলা থেকেই ছিলেন মেধাবী, ভাবুক ও কল্পনাপ্রবণ। মাত্র আট বছর বয়স থেকে কবিতা লেখা শুরু করেন। সাহিত্যচর্চার পাশাপশি তিনি সাংস্কৃতিক ও জনহিতকর, বিশেষত নারীকল্যাণমূলক কাজেও আত্মনিয়োগ করেন।

তিনি নারীশ্রমিক তদন্ত কমিশনের অন্যতম সদস্য, বঙ্গীয় সাহিত্য সম্মেলনে সাহিত্য শাখার সভানেত্রী এবং বঙ্গীয় সাহিত্য পরিষদ এর সহসভাপতি ছিলেন।

তাঁর প্রথম কাব্যগ্রন্থ আলো ও ছায়া প্রকাশিত হয় আঠারোশো উননব্বই সালে। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এর ভূমিকা লিখে দেন।

তাঁর অন্যান্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে নির্মাল্য, পৌরাণিকী, গুঞ্জন, ধর্ম্মপুত্র, মাল্য ও নির্মাল্য, অশোকসঙ্গীত, বালিকা শিক্ষার আদর্শ, ঠাকুরমার চিঠি, দীপ ও ধূপ, জীবনপথে এবং রয়েছে নাটক অম্বা।

তাঁর কবিতায় জীবনের সাধারণ ঘটনাবলি হূদয়ের সুকুমার অনুভূতির মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। বাংলা সাহিত্যে অসাধারণ অবদানের জন্য তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদক লাভ করেন।

উনিশশো তেত্রিশ সালের আজকের এই দিনটিতে সাতাশে সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

আজ তার মৃত্যুবার্ষিকীতে লোকজ সাংস্কৃতিক সংগঠনের সকল সদস্য, দায়িত্বশীল এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দের পক্ষ থেকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা এবং অজস্র ভালোবাসা।

তারিখঃ- ২৭/৯/২০২১ ইং।

Facebook Comments