রাজকৃষ্ণ রায় ছিলেন উনবিংশ শতাব্দীর একজন বিশিষ্ট কবি ও নাট্যকার। তিনি প্রায় সত্তরটি গ্রন্থের রচয়িতা।
আঠারোশো উনপঞ্চাশ সালের একুশে অক্টোবর তিনি জন্ম গ্রহণ করেন বর্ধমান জেলার রামচন্দ্রপুর গ্রামে।
মাত্র আট বছর বয়সের মধ্যেই রাজকৃষ্ণর মাতা এবং পিতার মৃত্যু ঘটে। তাই ইস্কুলের লেখা পড়া তাঁর ভাগ্যে জোটে নি আর্থিক অনটনের জন্যই। তিনি নিজেই নানা স্থান থেকে বইপত্র যোগাড় করে স্বশিক্ষিত হয়েছিলেন।
একুশ বছর বয়সে মাত্র বারো টাকা মাইনেতে এলবার্ট প্রেস ছাপখানায় তিনি চাকরি পান। ক্রমে ক্রমে অর্থ জমিয়ে তিনি নিজেই “বীণাযন্ত্র” নামের ছাপখানা স্থাপন করেন এবং “বীণা” নামক একটি কাব্যপ্রধান মাসিক পত্রিকা প্রকাশ করেন।
বাল্যকাল থেকেই তাঁর কবিতায় অনুরাগ ছিল। তাঁর বহু কবিতা তত্কালীন সংবাদপত্র সন্ধ্যায় প্রকাশিত
হয়েছে। তাঁর প্রথম কাব্যগ্রন্থ “বঙ্গভূষণ” এবং শেষ রচনা “বেনজীর বদ্ রেমুনীর”। এই উনিশ বছরে তিনি বহু কাব্য, নাটক ও আখ্যান রচনা করেন।
তাকে নিয়ে কবি সাহিত্যিক দুর্গাদাস লাহিড়ি লিখেছেন,
— “…রাজকৃষ্ণ যত গ্রন্থ লিখিয়াছেন, বাঙালা ভাষায় এত গ্রন্থ আর কেহই লেখেন নাই।”
জাতীয়তাবোধ, পরাধীনতার গ্লানি, প্রেম ভক্তি ভালোবাসা তাঁর কবিতার মূলে। “অবসর সরোজিনী”
নামক কাব্য প্রকাশ কালে নাট্যকার ও কবি গিরিশচন্দ্র ঘোষের সঙ্গে তাঁর পরিচয় হয় এবং এই সময় থেকেই তাঁর নাট্য জীবনের আরম্ভ।
অনলে বিজলী, দ্বাদশ গোপাল, লৌহ কারাগার, হরধনুর্ভঙ্গ ইত্যাদি পৌরানিক নাটক, রাজা বিক্রমাদিত্য, মীরাবাঈ প্রভৃতি ঐতিহাসিক নাটক এবং বেলুনে বাঙালীবিবি, লোভেন্দ্র গবেন্দ্র প্রভৃতি সামাজিক প্রহসন, লায়লা মজনু ও ঋষ্যশৃঙ্গ প্রভৃতি গীতিনাট্য তাঁর উল্লেখযোগ্য রচনা।
তাঁর প্রতিভার বহুমুখিতা যথার্থই বিস্ময়কর, যদিও তাঁর খ্যাতি ছিল নিতান্ত সীমাবদ্ধ।
দুই শিকারী, অদ্ভুত ডাকাত, জ্যোতির্ময়ী প্রভৃতি উপন্যাস, রামায়ণ ও মহাভারতের অনুবাদ, ভারতকোষ নামক কোষগ্রন্থ রচনা, কবিতা
প্রধান পত্রিকা বীণা, খোসগল্প নামক উপভোগ্য গল্প সংকলন প্রভৃতি তাঁর বহুমুখী প্রতিভার
নিদর্শন।
তাঁর রঙ্গমঞ্চের সঙ্গে যোগ ছিল অতি ঘনিষ্ঠ। তিনি অভিনেতা রূপে সুনাম অর্জন করেছিলেন। তাঁর
“প্রহ্লাদচরিত্র” নাটকের অভিনয়ে বাংলা থিয়েটার প্রভূত লাভ করে।
তাঁর রচনার বিপুলতা, অনর্গল রচনা শক্তি এবং পরিক্ষা-নিরীক্ষায় উত্সাহ সমস্ত দিক থেকে তিনি বাংলা সাহিত্যের এক বিশিষ্ট ব্যক্তিত্ব, অপূর্ণ সম্ভাবনার কবি-নাট্যকার।
রাজকৃষ্ণ রায় মাত্র পঁয়তাল্লিশ বৎসর বয়সে আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দের আজকের এই দিনটিতে অর্থাৎ এগারোই মার্চ মৃত্যুবরণ করেন।
আজ তার মৃত্যুবার্ষিকীতে লোকজ সাংস্কৃতিক সংগঠনের সকল সদস্য, দায়িত্বশীল এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দের পক্ষ থেকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা এবং অজস্র ভালোবাসা।
তারিখঃ- ১১/৩/২০২১ ইং।