চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা লোকজ সাংস্কৃতিক সংগঠনের নতুন সভাপতি, চারুকলা অনুষদের সন্মানিত ডিরেক্টর জনাব “প্রণব মিত্র চৌধুরী”।

আবহমান গ্রামবাংলার লোক সংস্কৃতির লালন ও চর্চাকারী সংগঠন লোকজ সাংস্কৃতিক সংগঠন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন চারুকলা ইনিস্টিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত পরিচালক প্রফেসর প্রণব মিত্র চৌধুরী। ১লা জানুয়ারি, ২০২০খ্রিস্টাব্দ, রোজ বুধবার সংগঠনের একটি সাধারণ সভায় এই ঘোষণা দেওয়া হয় এবং সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি প্রদান করা হয়।

এর আগে ১৮ই সেপ্টেম্বর সংগঠনটির
প্রতিষ্ঠাবার্ষিকীতে আরবি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী রায়হান সুমনকে সহ সভাপতি এবং নাট্যকলা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মামুন আহমেদকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করেন লোকজ সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল মারুফ।

আজ তিন মাস পর সংগঠনটি তাদের পূর্ণাঙ্গ কমিটি প্রদান করে। উক্ত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে শাহাদাত হোসেন (নাট্যকলা), সাংগঠনিক সম্পাদক স্নিগ্ধা কর (নাট্যকলা), সহ সাংগঠনিক সম্পাদক তৃষা চক্রবর্তী (নাট্যকলা), দপ্তর সম্পাদক নিগার সুলতানা (নাট্যকলা), অর্থ সম্পাদক বিশ্বনাথ ভৌমিক (নাট্যকলা), প্রচার সম্পাদক শামীম হক (নাট্যকলা), সাহিত্য সম্পাদক ফেরদৌস হাসান (সঙ্গীত),

কাযর্করী সদস্য: সাবরিনা আফরিন (ইতিহাস), আফসানা ফেরদৌস (রাজনীতি বিজ্ঞান), আনুষ্কা চৌধুরী (নাট্যকলা), নূর আলম (আরবি), রায়হান আহমেদ (আরবি), মুনতাসির মাহবুব(আরবি), আল মামুন মিন্টু (আরবি) প্রমুখ মনোনীত হন। উক্ত কমিটি আগামী এক বছর লোকজ সাংস্কৃতিক সংগঠনের দায়িত্ব পালন করবে।

এছাড়াও সংগঠনটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন. ১. জনাব সুজন চৌধুরী।
(অতিরিক্ত জেলা প্রশাসক, ফেনী জেলা)
২.ফাল্গুনী ত্রিপুরা (প্রাক্তন সহসভাপতি)
৩.নন্দিতা পাল।(প্রতিষ্ঠাতা,সাংগঠনিক সম্পাদক)
৪.জুবায়ের হোসেন। (তত্বাবধায়ক, কুতুবদিয়া উপজেলা)।

উল্লেখ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার বিদায়ী সভাপতি আব্দুল্লাহ আল মারুফ বর্তমানে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

লোকজ সাংস্কৃতিক সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও কুতুবদিয়া ও ঈশ্বরদী উপজেলা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়েও তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন।
https://www.breakingnews.com.bd/campus/article/126697
https://www.shadhinnews24.com/news/44655/amp

লেখকঃ-
আব্দুল্লাহ আল মারুফ
(প্রতিষ্ঠাতা সভাপতি, লোকজ সাংস্কৃতিক সংগঠন)

Facebook Comments