বিখ্যাত কবি ও শিশুসাহিত্যিক সুনির্মল বসুর জন্মবার্ষিকী আজ

আকাশ আমায় শিক্ষা দিল
উদার হতে ভাই রে,
কর্মী হবার মন্ত্র আমি
বায়ুর কাছে পাই রে।
পাহাড় শিখায় তাহার সমান-
হই যেন ভাই মৌন-মহান,
খোলা মাঠের উপদেশে-
দিল-খোলা হই তাই রে।

কবিতাঃ- সবার আমি ছাত্র
[সুনির্মল বসু]

প্রকৃতি থেকে শিক্ষার মূলমন্ত্র কবি চমৎকারভাবেই আমাদের মাঝে তুলে ধরেছেন । সুনির্মল বসুর ‘সবার আমি ছাত্র’ কবিতাটি প্রজন্ম থেকে প্রজন্ম অনুপ্রাণিত করে যাবে।

সুনির্মল বসু বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি ও শিশুসাহিত্যিক। সুনির্মল বসুর পৈত্রিক নিবাস ছিল বাংলাদেশের মুন্সীগঞ্জ। তবে জন্মগ্রহণ করেছিলেন উনিশশো দুই সালের আজকের এই দিনটিতে অর্থাৎ বিশে জুলাই বিহারের অন্তর্গত গিরিডি নামক স্থানে।

তাঁর লেখার মূল বিষয়বস্তু ছিল শিশু সাহিত্য। তিনি কবিতা, ছড়া, গল্প, উপন্যাস, রূপকথা, ভ্রমণকাহিনী, কৌতুক নাটকসহ সবকিছুতেই দক্ষতার পরিচয় দিয়েছেন। সবার আমি ছাত্র ছড়াটি তাঁকে সবচেয়ে বেশি জনপ্রিয় করে তুলেছে।

তাঁর প্রথম কাব্য গ্রন্থ “হাওয়ার দোলা”।

ছন্দের উপর তাঁর প্রগাঢ় অধিকার ছিল। তাঁর জনপ্রিয়তার মূলে ছন্দের চমৎকারিত্ব ও মিল প্রয়োগের কুশলতা।

ছানাবড়া, বেড়ে মজা, হৈ-চৈ, পাততাড়ি, ছন্দের টুংটাং প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য বই। তিনি বাংলা সাহিত্যের শিশু সাহিত্যিকদের মধ্যে অন্যতম।

কবি সুনির্মল বসু ‘সুনির্মল শর্মা’ ছদ্মনামে ছোটোবেলা থেকেই ছড়া এবং কবিতা লিখতে শুরু করেন।

কিশোর বয়সে রচিত তাঁর একটি জনপ্রিয় কবিতা যা পরবর্তী সময়ে ‘ছন্দের টুং টাং’ কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছিলো তা হচ্ছেঃ-

ক্রিং ক্রিং ক্রিং ক্রিং সরে সরে যাও না
চড়িতেছি সাইকেল দেখিতে কি পাও না ?

শুধু তাই নয় একসঙ্গে এই কাব্যগ্রন্থের সবগুলো ছবিই তিনি নিজে এঁকেছিলেন । তাঁর রচিত আত্মজীবনীগ্রন্থের নাম ‘জীবন খাতার কয়েক পাতা’।

কবি সুনির্মল বসু সমকালের একমাত্র শিশুতোষ পাক্ষিক পত্রিকা ‘কিশোর এশিয়া’র পরিচালকের দায়িত্ব পালন করেন । দিল্লিতে অনুষ্ঠিত প্রবাসী বঙ্গসাহিত্য সম্মেলনের শিশু-সাহিত্য শাখার সভাপতির দায়িত্বও তিনি পালন করেন।

উনিশশো ছাপান্ন সালে সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ তিনি ‘ভুবনেশ্বরী’ পদক লাভ করেন । এছাড়াও শিশুসাহিত্যে অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রথমবারের বিদ্যাসাগর পুরস্কার (মরণোত্তর) তাঁকে প্রদান করা হয়।

উনিশশো সাতান্ন সালের পঁচিশে ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।

লোকজ সাংস্কৃতিক সংগঠন এর সকল সদস্য দায়িত্বশীল এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দের পক্ষ থেকে বাংলা সাহিত্যের এই বিখ্যাত কবি এবং শিশুসাহিত্যিক সুনির্মল বসুর জন্মবার্ষিকীতে জানাই অজস্র ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা।

তারিখঃ- ২০/৭/২০২১ ইং

Facebook Comments