তোমাকে আমি যতই দেখি
দুচোখ ভরে চেয়ে থাকি,
তোমাকে দেখে আমার
জুড়ায় দুটি আঁখি।
গ্রামের দক্ষিণ দিকে
রয়েছে এক নদী
স্কুল থেকে ছুটি পেলেই
করি ঝাঁপাঝাপি।
নদীটির পানির স্রোত
নিরবধি বয়ে যায়।
পাখির সুরে রোজ সকালে
আমার ঘুম ভেঙে যায়।
তোমার রুপের কথা বললে
হবে নাকো শেষ
দেখে মুগ্ধ হই তোমার
মনোরম পরিবেশ।
কৃষক ভায়েরা দিন রাত
খুব পরিশ্রম করে।
সেই পরিশ্রমে মাঠে মাঠে
সোনার ফসল ফলে।
লেখনী:- অংচসিং মার্মা।
চিত্র:- মংহ্লাসিং মার্মা।
Facebook Comments