বিশিষ্ট সাহিত্যিক, গবেষক ও অনুবাদক ছিলেন গোলাম সামদানী কোরায়শীর জন্মবার্ষিকী আজ

বাংলাদেশের একজন বিশিষ্ট সাহিত্যিক, গবেষক ও অনুবাদক ছিলেন গোলাম সামদানী কোরায়শী।

শিশুদের জন্য তাঁর সমৃদ্ধ রচনার তালিকায় রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব এবং ছোটদের দুদু মিয়া।

 

সাহিত্য ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে দুহাজার সতেরো সালে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়।

 

উনিশশো ত্রিশ সালের আজকের এই দিনটিতে অর্থাৎ পাঁচই এপ্রিল তিনি নেত্রকোনা জেলার কাউরাট গ্রামে জন্মগ্রহণ করেন।

 

ঢাকার আলিয়া মাদ্রাসা থেকে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি কামেল পাস করেন এবং মোমতাজুল মোহাদ্দেসীন টাইটেল ও স্বর্ণপদক লাভ করেন। পরবর্তী সময়ে তিনি কৃতিত্বের সঙ্গে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে অনার্স ও এমএ ডিগ্রি লাভ করেন।

 

তাঁর চাকরিজীবন শুরু হয়েছিলো উনিশশো একষট্টি সালে বাংলা একাডেমিতে ড. মুহম্মদ শহীদুল্লাহর সঙ্গে আঞ্চলিক ভাষার অভিধান এর সহকারি সম্পাদক হিসেবে।

 

তাঁর মেধা বহু ভাষায় পাণ্ডিত্য ও প্রাচীন পাণ্ডুলিপি পাঠোদ্ধারের দক্ষতা এই মূল্যবান অভিধানটি সংকলনে বিশেষ ভূমিকা যুক্ত করে। সাহিত্যের সব শাখায় বিচরণকারী কোরায়শীর মৌলিক সাহিত্যকর্মের পাশাপাশি অনুবাদ একটি বিশেষ স্থান দখল করে আছে।

 

তিনি আরবি ফার্সি উর্দু হিন্দি সংস্কৃত ও ইংরেজি ভাষার বেশ কিছু মূল্যবান গ্রন্থ বাংলায় অনুবাদ করেন।

 

তাঁর অনুবাদকর্মের মধ্যে একটি উল্লেখযোগ্য কাজ হচ্ছে ইবনে খালদুনের আল মুকাদ্দিমা এর মূল আরবি থেকে অনুবাদ।

সেমেটিক মিথলজি অবলম্বনে তাঁর রচিত বিশেষ উপন্যাসগুলোর মধ্যে রয়েছে স্বর্গীয় অশ্রু, মহাপ্লাবন, পুত্রোৎসর্গ, চন্দ্রতাপ, যষ্ঠিমায়া ইত্যাদি।

 

অসংখ্য ছোটগল্প ছাড়াও তিনি নাটক ও কবিতা রচনা করেছেন। তাঁর রচিত আত্মজৈবনিক রচনা সিন্ধুর এক বিন্দু ত্রিশ থেকে ষাটের দশকে পূর্ববঙ্গের তৎকালীন সাধারণ জনজীবনের মূল্যবোধ জীবন সংগ্রাম ও সামাজিক ইতিহাসের এক অনবদ্য উপাখ্যান।

 

উনিশশো একানব্বই সালের এগারোই অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন।

 

আজ তাঁর জন্মবার্ষিকীতে লোকজ সাংস্কৃতিক সংগঠনের সকল সদস্য দায়িত্বশীল এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দের পক্ষ থেকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা এবং অজস্র ভালোবাসা।

তারিখ:- ০৫/০৪/২০২১ ইংরেজি

Facebook Comments