বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা রাজীব এর জন্মবার্ষিকী আজ

ওয়াসীমুল বারী রাজীব যিনি রাজিব নামেই বেশি পরিচিত, ছিলেন একজন বাংলাদেশী অভিনেতা। তিনি প্রায় চার শতাধিক বাংলা চলচিত্রে অভিনয় করেছেন।

পটুয়াখালী জেলার দুমকীতে উনিশশো বায়ান্ন সালের আজকের এই দিনটিতে অর্থাৎ পহেলা জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। তার স্ত্রীর নাম ইসমত আরা। এই দম্পতির পাঁচ সন্তান। তিন ছেলে, প্রথম দুই ছেলে সন্তান জমজ ছিলেন এরা উনিশশো ছিয়ানব্বই সালে দুর্ঘটনায় নৌকা ডুবে মৃত্যুবরণ করেন। তৃতীয় ছেলের নাম সায়নুল বারী দ্বীপ। দুই মেয়ে নাম রানিসা রাজীব ও রাইসা রাজীব।

উনিশশো বিরাশি সালে কাজী হায়াৎ-এর ‘খোকন সোনা’ নামের একটি সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় রাজীবের।

মূলত খলনায়ক হিসেবে সফল হলেও অনেক চলচ্চিত্রে ভিন্ন চরিত্রেও অভিনয় করেছেন তিনি।

রাজিব অভিনীত অন্যতম আলোচিত চলচ্চিত্র হচ্ছে, হাঙর নদী গ্রেনেড, ভাত দে, ভণ্ড, দাঙ্গা, বিক্ষোভ, মীরজাফর, দেশদ্রোহী, ক্ষমা, জবরদখল, লুটতরাজ, মৃত্যুদণ্ড, মগের মুল্লুক, স্বপ্নের পৃথিবী, সত্যের মৃত্যু নেই, ত্রাস, উছিলা, মিয়া ভাই প্রভৃতি।

বাংলাদেশের চলচ্চিত্র জগতে তার অবদানের জন্য তিনি চার বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পেয়েছেন।

বায়ান্ন বছর বয়সে রাজিব দুইহাজার চার সালের চৌদ্দ নভেম্বর ক্যান্সারে আক্রান্ত্র হয়ে মৃত্যুবরণ করেন।

আজ তার জন্মবার্ষিকীতে লোকজ সাংস্কৃতিক সংগঠনের সকল সদস্য, দায়িত্বশীল এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দের পক্ষ থেকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা এবং অজস্র ভালোবাসা।

তারিখঃ- ১/১/২০২১ ইং।

Facebook Comments