আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বুদ্ধিজীবী তারকনাথ দাসের জন্মবার্ষিকী আজ

তারকনাথ দাস ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম বিপ্লবী নেতা এবং একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বুদ্ধিজীবী।

তারকনাথ দাস আঠারোশো চুরাশি সালের আজকের এই দিনটিতে অর্থাৎ পনেরো জুন চব্বিশ পরগনার মাঝিপাড়ায় জন্মগ্রহণ করেন।

রামানন্দ চট্টোপাধ্যায়ের মডার্ন রিভিউ পত্রিকায় প্রবন্ধ লিখতেন। উনিশশো পঁয়ত্রিশ সালে ক্যাথলিক ইউনিভার্সিটিতে প্রদত্ত ‘ফরেন পলিসি ইন ফার ইস্ট’ শীর্ষক বক্তৃতা সাড়া জাগায় যা পরে পুস্তকাকারে প্রকাশিত হয়েছিল। তার রচিত গ্রন্থগুলির মধ্যে ইন্ডিয়া ইন ওয়ার্ল্ড পলিটিকস ও বাংলায়
বিশ্ব রাজনীতির কথা বিশেষ উল্লেখযোগ্য।

তিনি উনিশশো আটান্ন সালের আজকের এই দিনটিতে অর্থাৎ বাইশে ডিসেম্বর নিউইয়র্কে মৃত্যুবরণ করেন।

আজ তার জন্মবার্ষিকীতে লোকজ সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জানাচ্ছি অজস্র ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা।

তারিখঃ- ১৫/৬/২০২১ ইং৷

Facebook Comments