১৯৯১ সালের পরে আবারও কুতুবদিয়া দ্বীপে নাটক মঞ্চায়িত। গম্ভীরা নাট্য পরিবেশন করলো “লোকজ সাংস্কৃতিক সংগঠন “।

১৯৯১ সালের পর আর কখনওই যেখানে কোনও নাটক মঞ্চস্থ হয়নি।তাদের বিশ্বাস ১৯৯১ সালের ২৯শে এপ্রিল প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আসবার কারণ নাকি ২৮শে এপ্রিল রাতে নাটক মঞ্চায়িত করা।
সাংস্কৃতিক দিক দিয়ে এই চিন্তাধারাই লালন করতেন কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার অসংখ্য জনসাধারণ।
তাদের সেই চিন্তার জগতে ইতিবাচক পরিবর্তন সাধন করতে অনেকাংশেই সফল হয়েছে “লোকজ সাংস্কৃতিক সংগঠন”।১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের দ্বারা আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে লোকজ সাংস্কৃতিক সংগঠন উপস্থাপন করে গম্ভীরা নাট্য “লোকজ সংস্কৃতি” যা ১৯৯১ সালের পর কুতুবদিয়া উপজেলায় পরিবেশিত প্রথম নাটক।

বাংলাদেশ টেলিভিশনের অন্যতম প্রধান জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান “ইত্যাদি” এর সম্মানিত পরিচালক Hanif Sanket স্যার ছাড়াও ইত্যাদির পুরো ইউনিট, বাংলাদেশ টেলিভিশনের বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী Chowdhury Mandira তাদের সাথে একই আঙ্গিনায় কিছু সময় পদচারণা করা সবকিছু মিলিয়েই অসাধারণ কিছু উপলদ্ধিময় সময় অতিক্রম করার সুযোগ হয়ে উঠেছিলো কুতুবদিয়াবাসীর প্রাণপুরুষ পরিবর্তনের নায়ক Sujan Chowdhury স্যার এর আন্তরিক ও প্রাণান্তকর প্রচেষ্টার কারণে।
তবে সবচেয়ে বেশী অভিনন্দন জানাচ্ছি কুতুবদিয়ার সকল আপামর জনসাধারণ ভাই বোন এবং কুতুবদিয়ার সকল বিদ্যালয় সমূহের সকল শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের। বরং সকলের অক্লান্ত প্রচেষ্টার কারণেই আমরা “লোকজ সাংস্কৃতিক সংগঠন”
সকলকে সাথে নিয়ে একটি সুন্দর নাটক উপস্থাপন করতে ও সুস্থ সংস্কৃতি চর্চার এই ইতিবাচক পথচলায় শামিল হতে পেরেছি।

লেখকঃ-
আব্দুল্লাহ আল মারুফ
(প্রতিষ্ঠাতা সভাপতি, লোকজ সাংস্কৃতিক সংগঠন)

Facebook Comments