গতকাল ২৭/১/২০১৯ রোজ রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোট এর উদ্যোগে আয়োজিত “পিঠা উৎসব ২০১৯” অনুষ্ঠানের প্রতিটি মুহূর্তই ছিলো প্রাণবন্ততায় ভরপুর। লোকজ সাংস্কৃতিক সংগঠন এর প্রতিটি সদস্যকে এই দিনটি অতিবাহিত করতে হয় প্রচন্ড মাত্রার কর্মব্যস্ততাকে স্বাগত জানিয়েই। সকালের উদ্বোধন পর্ব থেকে শুরু করে বিকালবেলার সাংস্কৃতিক অনুষ্ঠান পর্ব এই দুইটি পর্বকে সুন্দরভাবে উপস্থাপনের প্রস্তুতি, প্রোগ্রাম শেষে অনুষ্ঠানস্থল কে যতটুকু সম্ভব সুন্দর পরিপাটি করার সর্বোচ্চ চেষ্টার পাশাপাশি পিঠা পরিবেশন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিবেশনা তো আছেই।
কিন্তু এই কর্মব্যস্ত দিনটির শেষে রাতে যখন কিছুটা অবসর পেয়ে সকলে একত্রিত হবার সুযোগ পাওয়া, তখন তাদের হাসিমুখ গুলো দেখলে কোনওভাবেই বুঝবার উপায় নেই সারাটা দিন কতটা কর্মব্যস্ততার মধ্যে দিয়েই যেতে হয়েছে তাদের। আবারও গভীর গভীর গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছে সংগঠন সেই দায়িত্বশীল, সদস্য এবং শুভাকাঙ্ক্ষী সেই ত্যাগী মানুষগুলোর প্রতি যারা তাদের কয়েক রাতের যথাযথ ঘুম, খাওয়া দাওয়া, গোছল,তীব্র শীত সমস্ত কিছুকে উপেক্ষা করে শুধুমাত্র সংগঠনের প্রতি দায়িত্ববোধের কথা চিন্তা করে এদেশের প্রান্তিক মানুষের সংস্কৃতিকে ভালোবেসে, লোকজ সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করে হাসিমুখে নিরলস পরিশ্রম করে গেলে। লোকজ সাংস্কৃতিক সংগঠনের নিবেদিত প্রাণ সেই সদস্যরা, স্যালুট জানাই তোমাদের
লেখকঃ-
আব্দুল্লাহ আল মারুফ
(প্রতিষ্ঠাতা সভাপতি, লোকজ সাংস্কৃতিক সংগঠন)