আমি চিরকাল প্রেমের কাঙ্গাল।
যে ডালে বান্ধি বাসা। ভাঙে সেই ডাল
আমার এমনই কপাল, হায়রে এমনই কপাল।।কত জনার দেখা পাইলাম
আমার কাছে আমি রইলাম।
কারো আমি হইলাম না আপন
স্রোতে ভাসা শেওলা যেন
আমার এ জীবন
জগত জুড়ে মানুষ আছে
মনেরই আকাল, শুধু মনেরই আকাল।।
গীতিকারঃ মনিরুজ্জামান মনির
সুরকারঃ শেখ সাদী খান
শিল্পীঃ এন্ড্রু কিশোর
উপমহাদেশের বিখ্যাত সুরসাধক ওস্তাদ আয়েত আলী খানের ছেলে এবং ওস্তাদ আলাউদ্দিন খানের বংশধর স্বনামধন্য সঙ্গীত পরিচালক ও সুরকার শেখ সাদী খানের জন্মদিন আজ। উনিশশো পঞ্চাশ সালের আজকের এই দিনে অর্থাৎ তেসরা মার্চ ব্রাহ্মণবাড়িয়ার শিবপুর গ্রামের এক সঙ্গীত সমৃদ্ধশালী পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।
তুমি রোজ বিকেলে, পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, কাল সারারাত ছিল স্বপনেরও রাত, আমার এ দুটি চোখ পাথর তো নয়, যা যারে যারে পাখি, ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় নাসহ অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা তিনি।
শেখ সাদী খান একজন স্বনামধন্য বাংলাদেশী সঙ্গীত পরিচালক ও সুরকার। তাকে বাংলাদেশের সঙ্গীতের জাদুকর বলে অভিহিত করা হয়।
তিনি দুহাজার ছয় সালে ঘানি চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে এবং দুহাজার দশ সালে ভালোবাসলেই ঘর বাঁধা যায় না চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সুরকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ছিলেন শেখ সাদী খান এর চাচা। তিনি এ পর্যন্ত দুই বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস পুরস্কার সহ অসংখ্য পুরস্কার-সম্মাননা অর্জন করেন।
শেখ সাদী খান বাংলাদেশের একজন স্বনামধন্য সঙ্গীত পরিচালক ও সুরকার। তাকে বাংলাদেশের সঙ্গীতের জাদুকর বলে অভিহিত করা হয়।
গুণী এই সুরকারের জন্মদিনে লোকজ সাংস্কৃতিক সংগঠন এর সকল সদস্য দায়িত্বশীল এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দের পক্ষ থেকে জানাই অজস্র ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা।
লেখকঃ- আব্দুল্লাহ আল মারুফ।
কেন্দ্রীয় সভাপতি
লোকজ সাংস্কৃতিক সংগঠন।
তারিখ:- ০৩/০৩/২০২১ ইং