সাহিত্যিক, সাংবাদিক, কবি, গায়ক,সাহিত্যবোদ্ধা ও ছন্দশ্রী নলিনীকান্ত সরকারের মৃত্যুবার্ষিকী আজ

নলিনীকান্ত সরকার ছিলেন একাধারে সাহিত্যিক, সাংবাদিক, কবি, গায়ক,সাহিত্যবোদ্ধা ও ছন্দশ্রী ছিলেন। তবে হাসির গানের রচয়িতা ও গায়ক হিসাবেই তার বিশেষ খ্যাতি। তিনি কাজী নজরুল ইসলামের চিরসুহৃদ। তিনি নজরুলের স্বরলিপির সংকলন সুরমুকুর এর স্বরলিপিকার।

নলিনীকান্ত সাংবাদিকতার হাতেখড়ি শরৎচন্দ্র পণ্ডিত বা দাদাঠাকুরের ‘জঙ্গীপুর সংবাদ’ পত্রিকায়। শরৎচন্দ্রের পণ্ডিতের জীবিত থাকার অবস্থাতেই তার লেখা ‘দাদাঠাকুর’বইটি চলচ্চিত্রায়িত হয়েছিল। ছবি বিশ্বাস দাদাঠাকুরের ভূমিকায় অভিনয় করেন।

আঠারোশো উননব্বই সালের আঠাশে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় তিনি জন্মগ্রহণ করেন।

তিনি কাজী নজরুল ইসলামের লেখা বেশ কিছু গান বেতার ও গ্রামোফোনে গেয়েছেন। নজরুলের প্রথম স্বরলিপির সংকলন সুরমুকুর এর স্বরলিপি তার করা। এতে নজরুলের সাতাশটি গানের স্বরলিপি রয়েছে। বইটি ডি এম লাইব্রেরি থেকে উনিশশো চৌত্রিশ সালে প্রকাশিত হয়।

মূলত তারই আগ্রহে নজরুল রেকর্ডিংয়ের সাথে যুক্ত হয়েছিলেন। এছাড়া কৌতুক অভিনেতা শরৎ পণ্ডিতের জীবদ্দশায় তার জীবনীগ্রন্থ দাদাঠাকুর রচনা করেন নলিনীকান্ত সরকার।

তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থাবলীর মধ্যে রয়েছে সুরমুকুর, শ্রদ্ধাস্পদেষু, দাদাঠাকুর, কান্তপদলিপি, হাসির অন্তরালে, আসা যাওয়ার মাঝখানে প্রভৃতি।

উনিশশো চুরাশি খ্রিষ্টাব্দের আজকের এই দিনটিতে অর্থাৎ আঠারোই মে তিনি মৃত্যুবরণ করেন।

আজ তার মৃত্যুবার্ষিকীতে লোকজ সাংস্কৃতিক সংগঠনের সকল সদস্য, দায়িত্বশীল এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দের পক্ষ থেকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা এবং অজস্র ভালোবাসা।

তারিখঃ- ১৮/৫/২০২১ ইং।

Facebook Comments