১৭ ই জানুয়ারি ২০১৫। লোকজ সাংস্কৃতিক সংগঠন, কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম শাখায় পরিবেশন করে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লোক নাট্য আঙ্গিক গম্ভীরা।
পৌষ বরণ উপলক্ষে এই মেলার আয়োজন করে চট্টগ্রাম শাখা কোয়ান্টাম ফাউন্ডেশন।
লোকজ সাংস্কৃতিক সংগঠনের হয়ে ঘরোয়া প্রোগ্রামের বাইরে এটিই ছিলো প্রথম প্রোগ্রাম।।
এই দিন লোকজ সাংস্কৃতিক সংগঠন এর গম্ভীরা পারফরম্যান্সে অংশগ্রহণ করেছিলেন তারা হলেনঃ-
নানা চরিত্রে, জুলকারনাইন সাদমান( চট্টগ্রাম জেলা শাখা)
নাতি চরিত্রে, আব্দুল্লাহ আল মারুফ (প্রতিষ্ঠাতা সভাপতি, লোকজ সাংস্কৃতিক সংগঠন)
দোহার হিসেবে যারা দায়িত্ব পালন করেছিলেন তার হলেন,
১. মাহবুবুল্লাহ রাফি( চট্টগ্রাম জেলা শাখা)
২.নন্দীতা পাল( প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা)
৩.মোঃ মিজানুর রহমান।( প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা)
৪. মোশফেক জামান সফল(
সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা)
৫. শ্রীবন্তী সন্ধ্যা শিকদার( সাবেক প্রচার সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা)
৬.মণি দাশ (সাবেক সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।)
সবমিলিয়ে সংগঠনের সদস্যদের স্বস্তঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়াও অনুষ্ঠান স্থলে থাকা প্রতিটি দর্শকও সেদিন স্বতস্ফুর্ত ভাবে সেদিন আনন্দে মেতেছিলো।
মেলা প্রাঙ্গণ যেনো মুখরিত ছিলো নানা নাতি কে নিয়ে রসিকতার মধ্যে।
লেখকঃ-
আব্দুল্লাহ আল মারুফ
(প্রতিষ্ঠাতা সভাপতি, লোকজ সাংস্কৃতিক সংগঠন)